চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

পঞ্চায়েত উপ প্রধানের উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ পূজা উদ্যোক্তারা


 

পঞ্চায়েত উপ প্রধানের উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ পূজা উদ্যোক্তারা


অতনু হাজরা, জামালপুর : অন্যান্য বারের তুলনায় এবারের দুর্গাপূজা সম্পুর্ন অন্য পরিস্থিতিতে হচ্ছে। এবারের পুজোয় রয়েছে একগুচ্ছ সরকারি নির্দেশিকা। আবার তারই সাথে রয়েছে হাইকোর্টের রায়। এসব মেনেই চলছে এবারের দুর্গাপূজা।এবারের পুজোয় অভিনব উদ্যোগ নিলেন জামালপুরে ১ নং গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল। রাজ্যের বহু ক্লাব, বারোয়ারী পূজা কমিটি এবারের পুজোতে সরকারি অনুদান পেয়েছে। কিন্তু সাহাবুদ্দিন মন্ডল যিনি এলাকায় পাঞ্জাব নামেই পরিচিত, তাঁর ব্যক্তিগত উদ্যোগে জামালপুর ১ পঞ্চায়েতের অন্তর্গত ১২ টি পূজা কমিটিকে ৫ লিটার স্যানিটাইজার,মাস্ক, একটি শুভেচ্ছাবার্তা, ফুল ও মিষ্টির প্যাকেট তুলে দেন। হালারা বিপত্তারিনি ক্লাব, বত্রিশবিঘা সর্বজনীন, বেত্রাগর বারোয়ারী, ফ্রেন্ডস ক্লাব, দ্বীপেরমানা বারোয়ারী, কালিতলা বারোয়ারী সহ অন্যান্য পূজা কমিটিগুলো উপ প্রধানের এই উদ্যোগের প্রশংসা করেন। 



এদিন সাহাবুদ্দিনের সঙ্গে ছিলেন প্রতিটি গ্রামের তৃণমূল নেতৃত্ব। পুজোকমিটিগুলি রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল প্রত্যেকটি পূজামণ্ডপে গিয়ে প্রত্যেককে সরকারি নির্দেশিকা মেনে ও করোনাবিধি মেনে পুজো করার কথা বলেন। তাঁর এই কাজের প্রশংসায় পঞ্চমুখ এলাকার মানুষেরা। এই কাজের মধ্যদিয়ে তিনি যেমন একদিকে প্রত্যেকটি ক্লাবকে করোনা নিয়ে সচেতন করলেন ঠিক অন্যদিকে জনসংযোগ সারলেন বলে মনে করা হচ্ছে।