পথশ্রী অভিযানের শেষ দিনে দেবীপুর অঞ্চলে দু'টি রাস্তার কাজের উদ্বোধন
সেখ সামসুদ্দিন : পক্ষকাল ব্যাপি পথশ্রী অভিযান প্রকল্পে কাজের উদ্বোধন পর্ব শেষ হলো বৃহস্পতিবার। ১ অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে ৭৩৯ টি রাস্তার কাজের সূচনা করেছেন। এরপর গোটা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলায়ও জোরকদমে রাস্তার কাজের উদ্বোধন হলো। আজ পথশ্রী অভিযানের শেষ দিনে মেমারি বিধানসভাযর মেমারি -১ ব্লকের দেবীপুর অঞ্চলের একপ্রকার প্রান্তিক ছালাল গ্রামের দুইটি রাস্তার পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী-অভিযান প্রকল্পে উদ্বোধন করেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মনিকা রায়, শিক্ষা-তথ্য ও সংস্কৃতি বিভাগীয় কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, পঞ্চায়েত সমিতির সদস্য, দেবীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় ক্ষেত্রপাল, উপপ্রধান নাসিরা বিবি সহ সদস্যবৃন্দ, পঞ্চায়েতের এক্সিকিউটিভ, সেক্রেটারি সহ কর্মীবৃন্দ এবং এলাকার মানুষজন। এদিন মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল পুজোমন্ডপ উদ্বোধন থাকায় বিধায়ক নার্গিস বেগম উদ্বোধক হলেও উপস্থিত থাকতে পারেননি। ফলে বিধায়কের উদ্বোধনের কাজটি করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের নথিভুক্ত বাউল শিল্পীদের দ্বারা সরকারি প্রকল্পের সঙ্গীত পরিবেশিত হয়।