Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গোৎসব : করোনার স্বাস্থ্যবিধি সচেতনতায় রাইস মিলস এ্যাসোসিয়েশন


 

দুর্গোৎসব : করোনার স্বাস্থ্যবিধি সচেতনতায় রাইস মিলস এ্যাসোসিয়েশন


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : করোনা অতিমারি মোকাবিলায় লকডাউনের জেরে সারা বিশ্বের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষও নানা ক্ষেত্রে দুর্ভোগের শিকার। তবে এই মহামারী পরিস্থিতিতে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস এ্যাসোসিয়েশন শুরু থেকেই অসহায় মানুষের পাশে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে ত্রান তহবিলে কয়েক লক্ষ টাকা প্রদানের সঙ্গে দুঃস্থ কয়েক হাজার মানুষকে দুপুরের খাবার দিয়েছে। করোনার স্বাস্থ্যবিধির সামগ্রী সাবান, স্যানিটাইজার ও মাস্ক গরীব মানুষ সহ সাধারনে হাতে তুলে দিয়েছে বারে বারে। কয়েকদিন আগেই ৫ হাজার মহিলার হাতে নতুন শাড়ি তুলে দিয়েছে এ্যাসোসিয়েশন। এক্ষেত্রে করোনা যোদ্ধাদের মতো সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস এ্যাসোসিয়েশন এর কার্যকরি সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সুব্রত মন্ডল, কোষাধ্যক্ষ কাঞ্চন সোম সহ কিরণশংকর মন্ডল, মনীশ আগরওয়াল ও অন্যান্যরা। দুর্গোৎসবেও সাধারণ মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে পুজোর আনন্দে সামিল হতে পারে সেজন্য স্যানিটাইজার ও মাস্ক নিয়ে বর্ধমানের বীরহাটা ট্রাফিক অফিসের কাছে রাস্তার ধারে ট্রেন্ড খাটিয়ে বসে পড়লেন। উৎসবের মরশুমে পথচলতি সাধারণ মানুষকে করোনার স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার সঙ্গে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করছেন। আব্দুল মালেক, সুব্রত মন্ডল ও কাঞ্চন সোম'রা জানান, তাদের এই কর্মসূচি সপ্তমী থেকে নবমী পর্যন্ত চলবে। 



বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সময়ে রাইস মিলস এ্যাসোসিয়েশনের কর্মকর্তারা নিজের পরিবার পরিজনের সঙ্গে সময় না কাটিয়ে পথচলতি সাধারণ মানুষের জন্য রাস্তার ধারে বসে সমাজসেবা করায় স্বভাবতই বিভিন্ন মহল প্রশংসা করছেন।