অসহায় মানুষের পাশে টিকরহাটের যুবক
অতনু হাজরা, বর্ধমান : বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোতে অসহায় লকডাউনে কাজ হারানো প্রায় ১০০ জন মানুষের হাতে ব্যক্তিগত উদ্যোগে বর্ধমানের টিকরহাট অঞ্চলে চাল, ডাল, তেল, নুন, সাবান, মাস্ক প্রভৃতি নানা প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের প্যাকেট তুলে দেন। তন্ময়বাবু বলেন এই উৎসবে সকলে আনন্দ করলেও এই অসহায় মানুষগুলো আনন্দ থেকে বঞ্চিত হতো। তাই তিনি নিজে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের হাতে এই খাদ্য দ্রব্যের প্যাকেট তুলে দেন। হয়ত এটা খুবই সামান্য কিন্তু তিনি তাঁর মত করে চেষ্টা করলেন এই মানুষগুলোর জন্য কিছু করার।তাঁর এই কাজের প্রশংসা করেছেন এলাকার মানুষ।