Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা কেড়ে নিল পূর্ব বর্ধমান জেলার বিশিষ্ট তৃণমূল নেতাকে


 

করোনা কেড়ে নিল পূর্ব বর্ধমান জেলার বিশিষ্ট তৃণমূল নেতাকে


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : করোনা কেড়ে নিল তৃণমূল কংগ্রেসের এক বিশিষ্ট নেতাকে। পূর্ব বর্ধমান জেলার বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা, জেলার সাধারণ সম্পাদক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, নারায়ণ হাজরা চৌধুরীর আকস্মিক প্রয়াণ। শোকস্তব্ধ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। নারায়নবাবুর বিদেহী আত্মার চির শান্তি কামনা করে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস। 



বর্ধমান শহর তথা জেলার রাজনীতির অঙ্গনে নারায়ন হাজরা চৌধুরী ছিলেন এক সজ্জন ব্যক্তিত্ব। মিষ্টভাষী ও সুবক্তা ছিলেন। বর্ধমানের সাংবাদিকদের সঙ্গেও তাঁর যথেষ্ট সখ্যতা ছিল। এক সময়ে ঘোর বাম জমানায় ডানপন্থী রাজনীতিতে এক সঙ্গে উচ্চারিত হতো তিনটি নাম নারান-অরুপ-উত্তম। সেই জুটির একজনকে ছিনিয়ে নিল অতিমারি করোনা। আরও একজন চিকিৎসাধীন। সব মিলিয়ে পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ বহুজনের মন ভালো নেই। অতিমারি যেন আর কারো প্রাণ কেড়ে না নেয়, সকলে সেই প্রার্থনাই করছেন।