চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

জনসংযোগে তৃণমূল নেতার অভিনব উদ্যোগ


 

জনসংযোগে তৃণমূল নেতার অভিনব উদ্যোগ


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : করোনা মহামারী মানুষের জীবনের গতি প্রকৃতি সম্পূর্ণ ভাবে পাল্টে দিয়েছে। জীবনের গতি এখন ইন্টারনেটে। করোনা আতঙ্কে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে মানুষ ক্রমশঃ অসামাজিক হয়ে পড়ছে। রাজনৈতিক ক্ষেত্রে জনসংযোগে ভাটা পড়েছে। সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষিতে জনসংযোগের বিষয়টি মাথায় রেখে এগিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের আউসগ্রাম ২ ব্লকের কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালন। শুক্রবার অমরপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সকল বুথ সভাপতির হাতে তুলে দিলেন একটি করে স্মার্ট ফোন। আগামী বিধানসভা নির্বাচনের বিষয়টি মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছেন। যাতে দলীয় সূত্রে জনসংযোগে কোনো রকম খামতি না থাকে।




  সেখ আব্দুল লালন বলেন, আধুনিকতার ছোঁয়া আজ গোটা বিশ্বজুড়ে, তাছাড়া করোনা ভাইরাস নামক মহামারী আমাদের যেন আরো একটু বেশি করে ইন্টারনেট জগতে এবং বাড়ি বসে যোগাযোগ ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে, আর সেই বিষয়টাকে কাজে লাগালেন। যাতে বুথ সভাপতিরা ফোনে যোগাযোগের মাধ্যমে সময়ে অসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে। দলীয় কর্মীরা তাঁর এই উদ্যোগের প্রশংসা করেন।