Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাড়ির কাজের মাসি-দিদিরাও দাবি আদায়ে আন্দোলনে


 

বাড়ির কাজের মাসি-দিদিরাও দাবি আদায়ে আন্দোলনে


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বাড়ির কাজের মাসি এবং দিদিরাও এবার দাবি আদায়ে আন্দোলনে সামিল। গড়ে উঠেছে সারা বাংলা পরিচারিকা সমিতি। শুক্রবার সর্বভারতীয় শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি'র ডাকে অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরি ও সামাজিক সুরক্ষার দাবিতে সর্বভারতীয় প্রতিবাদ দিবস পালিত হয়। এ আই ইউ টি ইউ সি'র ছত্রছায়ায়়    সারা বাংলা পরিচারিকা সমিতির পক্ষ থেকে এই প্রতিবাদ দিবসে সামিল হল দুর্গাপুরের পরিচারিকারা। আজ পরিচারিকারা বিক্ষোভ কর্মসূচীর মাধ্যমে সরকারের উদ্দেশ্যে দাবী পত্র তুলে ধরলো।

সারা বাংলা পরিচারিকা সমিতির যুগ্ম সম্পাদক ময়না কর্মকার ও বেবী দাস তাদের দাবি গুলো উল্লেখ করে জানান, প্রথমতঃ পরিচারিকাদের জন্য নির্দিষ্ট মজুরি রাজ্য সরকার কে ঘোষণা করতে হবে, দ্বিতীয়তঃ সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত শিক্ষা ও চিকিৎসা সুবিধার অধিকার কেড়ে নেওয়া চলবে না, তৃতীয়তঃ সরকারি স্বীকৃত পরিচয় পত্র পরিচারিকাদের দিতে হবে, চতুর্থতঃ পুজোর আগে পরিচারিকা মা-বোনেদের সরকারি অনুদান ঘোষণা করতে হবে এবং করোনা অতিমারি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সরকারি অনুদান চালু রাখতে হবে। সংগঠনের দুই নেত্রী বলেন, তাদের আশা রাজ্যের মুখ্যমন্ত্রী পরিচারিকা সমিতির দাবিগুলো সহৃদয়তার সঙ্গে বিবেচনা করবেন।