Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

তৃণমূলের ব্লক সভাপতি নিয়ে বিক্ষোভ জামালপুরে


              ঘটনার ভিডিও  দেখতে ছবির উপরে ক্লিক করুন


তৃণমূলের ব্লক সভাপতি নিয়ে বিক্ষোভ জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা কমিটি গতকালই ঘোষণা করেছেন জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। জেলা কমিটির সঙ্গে ব্লক কমিটিও ঘোষণা করা হয়েছে। কিন্তু বিপত্তি বেঁধেছে জামালপুরে। জামালপুর ব্লক সভাপতি শ্রীমন্ত রায়-কে এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদের নাপছন্দ। ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ তুষের আগুনের মত ধিকিধিকি জ্বলতে শুরু করে। কমিটি ঘোষণার ২৪ ঘন্টা পার হওয়ার আগেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জামালপুর। বিক্ষোভকারীদের সাফ কথা, 'জামালপুর ব্লক সভাপতি বদল চাই। করোনা আবহে দীর্ঘ লকডাউনে যিনি প্রতিটি দিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁকে ছাড়া অন্য কাউকে সভাপতি মানবো না' 

 জামালপুরের ব্লক সভাপতি হিসাবে দলের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক শ্রীমন্ত রায়কে। তাঁকে সভাপতি পদে পছন্দ নয় ব্লকের বিভিন্ন অঞ্চলের অধিকাংশ কর্মী সমর্থকদের। ব্লক সভাপতি হিসেবে তাদের পছন্দ মেহেমুদ খানকে। যার ফলেই তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে বুধবার দফায় দফায় জামালপুরে রাস্তা জুড়ে বিক্ষোভ দেখতে শুরু করে। ইতিমধ্যেই মেহমুদ খানের সাথে দেখা করে কথা বলতে আসেন টিম পিকের লোকজন। তাদের সাথে বৈঠকের পর বিক্ষোভ তুলে নেওয়া হয়। সূত্রের খবর তারা তাদের দাবি টিম পিকে-কে জানিয়েছেন। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান মেহেমুদ খান এর অনুগামী তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।