জৌগ্রামে ক্যানেলের জল থেকে লাশ উদ্ধারে আলোড়ন
অতনু হাজরা, জামালপুর : ডিভিসি সেচ খালের জলে এক ব্যাক্তির মৃতদেহ ভেসে থাকতে দেখা গেলে এলাকায় আলোড়ন ছড়িয়ে পড়ে। কৌতুহলী মানুষ খালের ধারে ভিড় জমায়। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জৌগ্রামের ঘটনা। এলাকার জলেশ্বর তলার কাছে ডিভিসি ক্যানেলের জলে লাশটি ভেসে থাকতে দেখা যায়। খবর পেয়ে জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুণ কুমার সোমের নেতৃত্বে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এবং ক্যানেলের জল থেকে মৃতদেহটি উদ্ধার করে। অফিসার ইন চার্জ জানান যে ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে তার নাম কমলেশ তালুকদার, বয়স ৪২ বছর। বাবার নাম কালিপদ তালুকদার, কলুপুকুরে বাড়ি। গতকাল বিকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ তার মৃতদেহ ভেসে ওঠে ।পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।