Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

নাগরিক স্বার্থে একগুচ্ছ দাবিতে সিপিআইএমের মেমারি পৌরসভা অভিযান


 

নাগরিক স্বার্থে একগুচ্ছ দাবিতে সিপিআইএমের মেমারি পৌরসভা অভিযান


সেখ সামসুদ্দিন : সাধারণ মানুষের স্বার্থে একগুচ্ছ দাবি নিয়ে মেমারি পৌরসভা অভিযানে সামিল হলো সিপিআই(এম) নেতৃত্ব। বুধবার ১৫ দফা দাবির ভিত্তিতে সিপিআই(এম) এর পক্ষ থেকে মেমারি পৌরসভা অভিযান করা হয়। এদিন পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশনও দেয়।



 বুধবার সিপিআইএমের কর্মী সমর্থকরা মিছিল করে মেমারি পৌরসভার সামনে এসে জমায়েত হয়। এরপর প্রশান্ত কুমার, ফারহাদ মন্ডল, চিন্তা কোঙার, পিন্টু ভট্টাচার্য প্রমুখের নেতৃত্বে পৌরপ্রশাসক স্বপন বিষয়ীর কাছে ডেপুটেশন দিতে যান। অন্যদিকে পৌরসভার সামনে সিপিআইএম নেতা সনৎ ব‍্যানার্জীর সভাপতিত্বে অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখেন সিপিএম বোর্ডের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অভিজিৎ কোঙার, কাউন্সিলার পীযূষ কান্তি বিশ্বাস সহ সনৎ ব‍্যানার্জীরা। পৌরসভা অভিযানে ১৫ দফা দাবির মধ‍্যে ছিল আয়কর হীন পরিবার পিছু সাড়ে সাত হাজার টাকা, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, কর্মহীনদের কাজের দাবি, পৌর আইন অনুযায়ী নাগরিক সভা, জিটিরোডে রেলের ওভারব্রীজ সহ অন‍্যান‍্য দাবি সমূহ। নাগরিক স্বার্থে সিপিআইএমের পৌরসভা অভিযানে মেমারি পৌরসভাবাসীর অধিকাংশ নাগরিকরাই খুশি।