Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নাগরিক স্বার্থে একগুচ্ছ দাবিতে সিপিআইএমের মেমারি পৌরসভা অভিযান


 

নাগরিক স্বার্থে একগুচ্ছ দাবিতে সিপিআইএমের মেমারি পৌরসভা অভিযান


সেখ সামসুদ্দিন : সাধারণ মানুষের স্বার্থে একগুচ্ছ দাবি নিয়ে মেমারি পৌরসভা অভিযানে সামিল হলো সিপিআই(এম) নেতৃত্ব। বুধবার ১৫ দফা দাবির ভিত্তিতে সিপিআই(এম) এর পক্ষ থেকে মেমারি পৌরসভা অভিযান করা হয়। এদিন পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশনও দেয়।



 বুধবার সিপিআইএমের কর্মী সমর্থকরা মিছিল করে মেমারি পৌরসভার সামনে এসে জমায়েত হয়। এরপর প্রশান্ত কুমার, ফারহাদ মন্ডল, চিন্তা কোঙার, পিন্টু ভট্টাচার্য প্রমুখের নেতৃত্বে পৌরপ্রশাসক স্বপন বিষয়ীর কাছে ডেপুটেশন দিতে যান। অন্যদিকে পৌরসভার সামনে সিপিআইএম নেতা সনৎ ব‍্যানার্জীর সভাপতিত্বে অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখেন সিপিএম বোর্ডের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অভিজিৎ কোঙার, কাউন্সিলার পীযূষ কান্তি বিশ্বাস সহ সনৎ ব‍্যানার্জীরা। পৌরসভা অভিযানে ১৫ দফা দাবির মধ‍্যে ছিল আয়কর হীন পরিবার পিছু সাড়ে সাত হাজার টাকা, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, কর্মহীনদের কাজের দাবি, পৌর আইন অনুযায়ী নাগরিক সভা, জিটিরোডে রেলের ওভারব্রীজ সহ অন‍্যান‍্য দাবি সমূহ। নাগরিক স্বার্থে সিপিআইএমের পৌরসভা অভিযানে মেমারি পৌরসভাবাসীর অধিকাংশ নাগরিকরাই খুশি।