Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা-কে জয় করে বাড়ি ফিরেই উন্নয়নের কাজে মন্ত্রী স্বপন দেবনাথ


 

করোনা-কে জয় করে বাড়ি ফিরেই উন্নয়নের কাজে মন্ত্রী স্বপন দেবনাথ


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : করোনা জয় করে মাসখানেক বাদে বাড়ি ফিরে এসেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। কাজের মানুষ স্বপনবাবু। করোনা অতিমারির সংকটময় পরিস্থিতিতে এক দিনের জন্যও মন্ত্রী স্বপন দেবনাথ বাড়িতে বসে থাকেননি। ছুটে বেড়িয়েছেন জেলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে। অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন। করোনা যোদ্ধা থেকে শুরু করে যারা এই দুঃসময়ে কাজ করেছেন তাঁদের উৎসাহিত করতে সব সময় পাশে থেকেছেন। 



তাইতো করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উন্নয়নের কাজে নেমে পড়লেন মন্ত্রী স্বপন দেবনাথ। ১৪ সেপ্টেম্বর পূর্বস্থলী ১ নং পঞ্চায়েত সমিতির বেশ কিছু রাস্তার শিলান্যাস করলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক সুমনসৌরভ মোহান্তি, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক প্রমুখ।