চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

পূর্ব বর্ধমানের যমুনাদিঘীতে ইলিশের চাষ শুরু


 

পূর্ব বর্ধমানের যমুনাদিঘীতে ইলিশের চাষ শুরু


রাধামাধব মণ্ডল, আউসগ্রাম : পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ২ নম্বর ব্লকের এড়াল গ্রাম পঞ্চায়েতের যমুনা দিঘীতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ইংলিশ মাছের চাষ। পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের প্রকল্পে এই উদ্যোগের সূচনা। রবিবার মৎস্য মন্ত্রী চন্দ্র নাথ সিনহা যমুনা দিঘীর জলে চারাপোনা ছেড়ে মণিপুরি ইলিশের কৃত্রিম চাষের উদ্বোধন করেন।



 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দার, আউশগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলী, ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালন, এড়াল পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল পাল সহ আরও অনেকে। 


রবিবারের এই কর্মকাণ্ডে ১২৭ বিঘা জলাশয়ে পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের উদ্যোগের সঙ্গে মৎস মন্ত্রীর তৎপরতায় মনিপুরি ইলিশ মাছ চাষের শুভ সূচনা হলো। মৎস মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, এই ইংলিশ মাছ চাষে সফলতা এলে আগামীদিনে এই মাছ চাষ আরও বাড়ানো হবে।