Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূলের "একতা মঞ্চ" থেকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ডাক দিলেন জেলা যুব সভাপতি


 

তৃণমূলের "একতা মঞ্চ" থেকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ডাক দিলেন জেলা যুব সভাপতি


সেখ সামসুদ্দিন, মন্তেশ্বর : আগামী একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সম্প্রতি সাংগঠনিক বৈঠক করেছে তৃণমূল কংগ্রেস। যে বৈঠকে বিভিন্ন জেলায় ব্যাপক রদবদল করা হয়েছে। মাদার সংগঠন থেকে যুব সংগঠন বিভিন্ন ক্ষেত্রে রদবদল এনে বিধানসভা নির্বাচনের জন্য টিম গঠন করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।  প্রাক্তন কর্মীর সঙ্গে উঠে এসেছে এক ঝাঁক নতুন মুখ। এর ব্যাতিক্রম হয়নি পূর্ব বর্ধমান জেলা ও ব্লক স্তরে। তেমনই পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল যুব কংগ্রেসের সদ্য নবনির্বাচিত সভাপতি রাসবিহারী হালদার। এবছর জেলার যুব দায়িত্ব পেয়ে তিনি নতুন উদ্যোমে ঝাঁপিয়ে পড়েছেন দলের কাজে। সকাল থেকে সন্ধ্যা তাকে ছুটে বেড়াতে হচ্ছে জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কোথাও সাংগঠনিক সভা আবার কোথাও তাকে শুভেচ্ছা জানাচ্ছে দলীয় কর্মীরা। এমনই তৃণমূলের আজ এক জনসভা অনুষ্ঠিত হলো মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রাম বাজারে একতা মঞ্চে।



 ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটি ও যুব যোদ্ধাদের মিলিতো মঞ্চ থেকে আগামী দিনের যে কর্মসূচি তা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার বার্তা দিয়ে গেলেন জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার। এছাড়াও এই একতা মঞ্চে উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের মন্তেশ্বর ব্লক সভাপতি আজিজুল শেখ, সহ সভাপতি লালন শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমদ হোসেন, তৃণমূল কংগ্রেসের ব্লক যুব সভাপতি দেবপ্রিয় যশ, সহ সভাপতি রাকিবুল হক শাহ ছাড়াও আরো অনেক নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এদিনের এই জনসভায় ছাত্রর, যুব, মহিলা সহ সর্বস্তরের কর্মীদের উপস্থিতিতে জনজোয়ার দেখা যায়।