Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মানবাধিকার সংগঠনের প্রতিবাদ দিবস


 

মানবাধিকার সংগঠনের প্রতিবাদ দিবস


 ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মানবাধিকার সংগঠন সিপিডিআরএস - এর পক্ষ থেকে সারা বাংলা প্রতিবাদ দিবস এর ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মসূচিতে আজ দুর্গাপুর সিটি সেন্টারে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সংগঠনের সদস্যরা প্রতিবাদ জানায়।

সংগঠনের রাজ্য কমিটির সহ-সম্পাদক সুচেতা কুন্ডু বলেন, বাক্ স্বাধীনতা হরণ, রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি, দেশের বিভিন্ন প্রান্তে সমাজকর্মীদের যথেচ্ছভাবে গ্রেপ্তার, ধর্মনিরপক্ষেতা ও গণতন্ত্রের ওপর আঘাত, এনআরসি, সিএএ চালুর বিরুদ্ধে এই প্রতিবাদ দিবস এর ডাক দেওয়া হয়েছে। সেই কর্মসূচিতে আজ সংগঠনের দুর্গাপুর শাখার পক্ষ থেকে দুর্গাপুর সিটি সেন্টারে সকাল সাড়ে এগারোটা য় মহকুমা শাসকের দপ্তরের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা।



 তিনি আরও বলেন, কাফিল খান, ভারভারা রাও, উমর খালিদ, সুধা ভরদ্বাজ সহ দেশের যেকোন প্রান্তের যেকোন প্রতিবাদী মানুষ আজ সরকারের রক্তচক্ষুর শিকার। গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে যে রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে আসছে, উদারনৈতিক মানসিকতা ও গণতান্ত্রিক মননকে তা চূড়ান্ত আঘাত হানছে। মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর সাংবিধানিক অধিকার আজ প্রশ্নের মুখে। তাই মানুষের এমন চরম দুর্দিনে, মানুষকে বাঁচানোর দায়িত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে, সমস্ত স্বাধীনতা হরণ করে চলেছে এই স্বৈরতান্ত্রিক সরকার। বর্তমান কালে নিজেদের আস্ফালন দেখাতে, মানুষের অসহায়তাকে পুঁজি করে সরকার একের পর এক কালা কানুন প্রয়োগ করে চলেছে, ঘটে চলেছে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এই পরিস্থিতিতে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস এর পক্ষ থেকে ২৮ শে সেপ্টেম্বর, সারা বাংলা প্রতিবাদ দিবসের আহ্বান করা হয়েছিল। আজ দুর্গাপুরে সিটি সেন্টারে সকাল সাড়ে এগারোটায় এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্ট মানুষেরা।