চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

জামালপুরে একজন চিকিৎসক সহ ৫ জন করোনায় আক্রান্ত



 জামালপুরে একজন চিকিৎসক সহ ৫ জন করোনায় আক্রান্ত


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে আজ আবার নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হলেন। ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ আনন্দ মোহন গড়াই ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদার জানান মসাগ্রাম, সালিমডাঙ্গা, মহিষগড়িয়া, কালারা ও ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ১ জন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ব্লকস্বাস্থ্য কেন্দ্রের একজন মহিলা চিকিৎসক, মসাগ্রামের একজন গর্ভবতী মহিলা ও সালিমডাঙ্গায় একজন ১৬ বছরের কিশোরী, কালারায় ৫৫ বছরের মহিলা ও মহিষগরিয়ায় একজন আশাকর্মীর স্বামী রয়েছেন।গর্ভবতী মহিলাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ১৬ বছরের কিশোরীটিকে ক্যামরি কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।