Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ সিপিএম-বিজেপি ছেড়ে শতাধিক ঘাসফুল শিবিরে


 

প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ সিপিএম-বিজেপি ছেড়ে শতাধিক ঘাসফুল শিবিরে



সত্যনারায়ণ শিকদার ও অতনু ঘোষ, মন্তেশ্বর : রাজ্যের শাসক বিরোধী বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত। ২০২১ এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিজের নিজের ঘর গোছাতে ব্যস্ত। যার ফলে রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে দল বদলের প্রবণতা দেখা যাচ্ছে। কেউ গেরুয়া শিবির ছেড়ে ঘাস ফুলে আবার কেউ তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা কাঁধে তুলে নিচ্ছে। শনিবার মন্তেশ্বর ব্লকের মাঝেরগ্ৰাম অঞ্চলের সিহিগ্ৰামে তৃণমূল কংগ্রেসের মঞ্চে প্রায় ১০০টি পরিবার সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো, এক সময় বামফ্রন্ট পরিচালিত পঞ্চায়েত প্রধান ছিলেন গুরুপদ হেমব্রম। সিপিএম ক্ষমতা হারাবার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহৎ কর্মযজ্ঞে অনুপ্রাণিত হয়ে নিজেকে সামিল করার জন্য আজ তিনি তার দলবল নিয়ে ঘাসফুলে যোগদান করলেন। তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের মন্তেশ্বর ব্লক সভাপতি আজিজুল সেখ ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেখ আহমেদ হোসেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা সহ আরও অনেকে।


ব্লক সভাপতি আজিজুল সেখ বলেন যে, বিরোধী শিবিরে লাগাতার ভাঙ্গন অব্যাহত। আগামী দিনে বহু মানুষ দিদির হাতকে আরো শক্তিশালী করতে তৃণমূলে যোগদান করবেন। এদিকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া গুরুপদ হেমব্রমের কথায়, বাম আমলের ৩৪ বছরে বাংলার উন্নয়ন থমকে গিয়েছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে যেমন স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষাব্যবস্থা সমাজের সর্বক্ষেত্রেই তৃণমূলের উন্নয়ন দেখে তিনি আপ্লুত। সুতরাং আজ তিনি তৃণমূলের পতাকা কাঁধে নিয়ে এই উন্নয়ন যজ্ঞে সামিল হয়ে মানুষের পাশে দাঁড়াতে চান।