Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গুসকরায় সিপিআইএমের প্রতিবাদ মিছিল


 

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গুসকরায় সিপিআইএমের প্রতিবাদ মিছিল


নিজস্ব সংবাদদাতা, গুসকরা : কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হলো ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) গুসকরা পূর্ব এরিয়া কমিটি। শুক্রবার প্রতিবাদ মিছিল গুসকরা শিরীষ তলা থেকে শুরু হয়। এরপর পৌর সভা এবং স্কুল মোড় হয়ে শান্তিপুর মোড়ে পৌঁছে শেষ হয়। মিছিলে সিপিআই(এম) পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য আলমগীর মন্ডল ও সুব্রত মজুমদার উপস্থিত ছিলেন। এদিন বিকেলে আয়োজিত মিছিলে ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষজন পা মেলান।



 মূলতঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে, কৃষক মারা কৃষি নীতির বিরুদ্ধে, কেন্দ্রীয় শিক্ষা নীতির বিরূদ্ধে, কেন্দ্রীয় সরকারের বেপরোয়া বেসরকারী করণের বিরুদ্ধে এবং করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যর্থতার বিরুদ্ধে এদিনের মিছিল সংগঠিত হয়। প্রায় পাঁচ শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিলে হাঁটেন। শুক্রবারের এই মিছিল নিয়ে গুসকরা শহরবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো।