কালনায় আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই মহিলা
সত্যনারায়ন শিকদার ও অতনু ঘোষ, কালনা : পৌরসভার ঋণ পাইয়ে দেওয়ার নামে কালনার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করে ধরা পড়লো দুই মহিলা। কালনা পৌরসভার পৌর প্রশাসকের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে দুই মহিলাকে।
বৃহস্পতিবার পৌর প্রশাসক দেবপ্রসাদ বাগ জানান, সোমা দাস ও আরতি মাঝির নেতৃত্বে কালনা শহর জুড়ে একটা চক্র চলছিল। বিভিন্ন এলাকায় খেটে খাওয়া গরিব দুঃস্থ মানুষদের ভুল বুঝিয়ে টাকা আত্মসাৎ করার ফন্দি আঁটে। পৌরসভা থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই দুই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই দুই মহিলাকে গ্রেফতার করেছে কালনা থানা পুলিশ। এর পিছনে আরও বড় চক্র আছে কি না তা জানার জন্য তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ।