Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

কালনায় আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই মহিলা


 

কালনায় আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই মহিলা 


সত্যনারায়ন শিকদার ও অতনু ঘোষ, কালনা : পৌরসভার ঋণ পাইয়ে দেওয়ার নামে কালনার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করে ধরা পড়লো দুই মহিলা। কালনা পৌরসভার পৌর প্রশাসকের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে দুই মহিলাকে।

 বৃহস্পতিবার পৌর প্রশাসক দেবপ্রসাদ বাগ জানান, সোমা দাস ও আরতি মাঝির নেতৃত্বে কালনা শহর জুড়ে একটা চক্র চলছিল। বিভিন্ন এলাকায় খেটে খাওয়া গরিব দুঃস্থ মানুষদের ভুল বুঝিয়ে টাকা আত্মসাৎ করার ফন্দি আঁটে। পৌরসভা থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই দুই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই দুই মহিলাকে গ্রেফতার করেছে কালনা থানা পুলিশ। এর পিছনে আরও বড় চক্র আছে কি না তা জানার জন্য তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ।