চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

জামালপুরে এস এফ আই এবং ডি ওয়াই এফ আইয়ের বাইক মিছিল


 

জামালপুরে এস এফ আই এবং ডি ওয়াই এফ আইয়ের বাইক মিছিল


অতনু হাজরা, জামালপুর : সবার শিক্ষা ও সবার কাজের দাবিতে আজ জামালপুরে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির এস এফ আই এবং ডি ওয়াই এফ আই এর ডাকে সাড়া দিয়ে জামালপুর ১ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে জামালপুরের বেরুগ্রাম থেকে মাধবপুর মোহনপুর হয়ে ধাপধারা পর্যন্ত একটি বাইক মিছিল করা হয়। প্রায় ৫০ টি বাইকে ১০০ র বেশি ছাত্র-যুব অংশ গ্রহন করেছিলেন এই মিছিলে। নেতৃত্বে ছিলেন মফিজুল হক, সুজিত মালিক, নীলকমল পাল ও মায়া হেমব্রম।