Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নিম্নচাপ ঘণীভূত হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস


 

নিম্নচাপ ঘণীভূত হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘণীভূত হচ্ছে। যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিনের মাধ্যমে প্রশাসনের সব বিভাগকে বিশদ জানিয়েছে। বুলেটিনে বলা হয়েছে নিম্নচাপের প্রভাবে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টি হতে পারে। আর সেই জন্যই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে অতি বর্ষণের পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করা হয়েছে।



আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী জি কে দাশ বুলেটিনে সতর্কতামূলক বার্তা দিয়ে জানিয়েছেন, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ক্রমশঃ শক্তি সঞ্চয় করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এগিয়ে আসছে। আবহাওয়া দপ্তর থেকে হলুদ সংকেত দিয়ে বলা হয়েছে নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের নদীয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় ২০ সেপ্টেম্বর ভারী বর্ষণ হবে। ২১ সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। ২২ সেপ্টেম্বরও দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। মৎস্যজীবিদের সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে।