কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও জনবিরোধী নীতির বিরুদ্ধে বর্ধমানে প্রতিবাদ সভা
ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বাংলার প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার প্রতিবাদে সোচ্চার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই নির্দেশে আজ পূর্ব বর্ধমান জেলার প্রতিটি শহরে ও ব্লকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়। বর্ধমানের প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশে পূর্ব বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসি, জেলা তৃণমূল যুব কংগ্রেস, জেলা তৃণমূল মহিলা কংগ্রেস, জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও জেলা তৃণমূল সংখ্যালঘু সেল এর সহযোগিতায় সোমবারের সভা অনুষ্ঠিত হয় বর্ধমান স্টেশনের সামনে।
মন্ত্রী স্বপন দেবনাথ ছাড়াও এদিনের সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, প্রাক্তন সাংসদ ডাঃ মমতাজ সংঘমিতা চৌধুরী, শিক্ষক নেতা পরেশ সরকার প্রমুখ। বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ দাসের সভাপতিত্বে এদিনের সভা ছিল জমজমাট।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, জেলা পরিষদের জনস্বাস্থ্যে দপ্তরের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডাঃ ইন্তেখাব আলম, বর্ধমান পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সনৎ বক্সী, গৌরী শংকর ভট্টাচার্য সহ ছাত্র, যুব, মহিলা ও সংখ্যালঘু সেলের অন্যান্য নেতৃবৃন্দ।