Scrooling

সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বর্ধমানের প্রাক্তন পৌরপ্রধান আইনুল হক তৃণমূল কংগ্রেসে


 

বর্ধমানের প্রাক্তন পৌরপ্রধান আইনুল হক তৃণমূল কংগ্রেসে


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান তথা রাজ্যের রাজনৈতিক মহলে অতি আলোচিত একটি নাম আইনুল হক। আসলে সেজে ওঠা বর্ধমান শহরের অধিকাংশ উন্নয়নমুখী পরিকল্পনা তারা। দক্ষ একজন রাজনীতিক এর পাশাপাশি তিনি একজন দক্ষ প্রশাসকও। পূর্ণাঙ্গ একজন রাজনীতিক বলতে যা বোঝায় তিনি তাই। বামপন্থী রাজনীতিতেও তিনি ছিলেন একজন সফল ব্যক্তিত্ব। আর সেই কারণেই হয়তো তাকে রাজনীতির শিকার হতে হয়েছে। সেই রাজনীতির আবর্তনে বর্ধমান পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান এখন তৃণমূল কংগ্রেসে। কলকাতায় তৃণমূল ভবনে বুধবার আইনুল হক - এর হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়েছেন দলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।



তৃণমূল কংগ্রেসে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনুল হক বলেন, কোনো পদের মোহে তিনি তৃণমূল কংগ্রেসে আসেননি। তিনি আরও বলেন, মানুষের জন্য কাজ করতে ভালোবাসেন। দল যে দায়িত্ব দেবে, নেত্রী যে দায়িত্ব দেবেন সেটাই তিনি করবেন। তবে বর্ধমানের মানুষ তাঁর সঙ্গে আছেন।