Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নিজের বাচ্চাকেই খেয়ে ফেললো মা


 

নিজের বাচ্চাকেই খেয়ে ফেললো মা


 ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : নিজের বাচ্চাকেই খেয়ে ফেললো মা। কোনও কাল্পনিক গল্প কথা নয়। বর্ধমানের ঘটনা। আর এই ঘটনাটি ঘটেছে বর্ধমান রমনাবাগান অভয়ারণ্যে। গত কয়েকদিন আগেই 'রমনাবাগান মিনি জু' - তে এক চিতা শাবকের জন্ম হয়। আর সেই সদ্যোজাত চিতাবাঘের শাবকটিকে সপ্তাহ ঘুরতেই খেয়ে নিল জন্মদাত্রী বাঘিনী। অবিশ্বাস্য হলেও সত্যি ঘটনা।

বর্ধমানের গোলাপবাগে 'রমনাবাগান মিনি জু' - কে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে বন দপ্তর। বেড়াতে আসা সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে গত বছর উত্তরবঙ্গ থেকে দুটি চিতাবাঘ ধ্রুব ও কালীকে নিয়ে আসা হয়। চিতা যুগলের আগমনে রামনাবাগানের আকর্ষণও বাড়ছিল। গত কয়েকদিন আগে ধ্রুব ও কালীর সন্তান জন্ম হওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে ওঠে রমনাবাগানের সঙ্গে যুক্ত সকলেই। কিন্তু সেই উচ্ছ্বাস সপ্তাহ ঘুরতেই ম্লান হয়ে যায়। হঠাৎ করেই চিতা শাবকটি উধাও। শোরগোল পড়ে যায় বন দপ্তরে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে কালীর মল পরীক্ষা করে বন দপ্তর নিশ্চিত হয় নিজের শিশু সন্তানকে তার মা খেয়ে নিয়েছে। স্বাভাবিকভাবেই হতাশ বনকর্মী সহ পশুপ্রেমীরা।