Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমানে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠনের শিক্ষক দিবস পালন


 

পূর্ব বর্ধমানে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠনের শিক্ষক দিবস পালন


অতনু হাজরা, বর্ধমান : ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের পুণ্যলগ্নে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বর্ধমান টাউন হলে শ্রদ্ধার সাথে পালন করা হলো শিক্ষক দিবস। অথিতি হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, সাংসদ সুনীল মন্ডল, বিধায়ক নিশীথ মালিক, নার্গিস বেগম, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, অপর সাধারণ সম্পাদক তৃণমূল তথ্য রাজ্য এস সি সেলের সভাপতি উজ্জ্বল প্রামানিক, মহিলা তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভানেত্রী অধ্যাপিকা শিখা সেনগুপ্ত, তৃণমূল যুব'র জেলা সভাপতি রাসবিহারি হালদার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি, দলের শহর সভাপতি আইনজীবী অরূপ দাস, দলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস, তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ ডাঃ মমতাজ সংঘমিতা চৌধুরী সহ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক দুই সংঘঠনের সভাপতি তপন পোরেল ও তপন দাস।


 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করেন শম্পা ধাড়া সহ অন্যান্য অথিতিরা। শারীরিক অসুস্থতার জন্য আজকের অনুষ্ঠানে উপস্থিত না হলেও ফোনের মাধ্যমে শিক্ষকদের শুভেচ্ছা জানান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।আজকের এই অনুষ্ঠানে মূলত অবসর প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধিত করা হয়। তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি তপন দাস জানান, করোনা পরিস্থিতিতে জেলার সব এলাকা থেকে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আসতে পারেননি। স্যানিটাইজ চ্যানেলের মধ্য দিয়ে সকলকে প্রবেশ করিয়ে নির্দিষ্ঠ সামাজিক দূরত্ব মেনে মুখে মাস্ক পরেই শিক্ষকদের হলের ভিতর প্রবেশ করানো হয়। হলের ভিতরেও সামাজিক দূরত্ব মেনেই বসার ব্যবস্থা করা হয়।