Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রয়াত প্রদেশ কংগ্রেস সদস্যকে চোখের জলে চিরবিদায়


 

প্রয়াত প্রদেশ কংগ্রেস সদস্যকে চোখের জলে চিরবিদায়


অভিরূপ আচার্য ও সেখ সামসুদ্দিন : গভীর বেদনার সঙ্গে চোখের জলে প্রিয় নেতা ও কর্মীকে চিরবিদায় জানালো কংগ্রেসীরা। প্রয়াত হয়েছেন প্রদেশ কংগ্রেস সদস্য ও আইনজীবী শ্যামল সরকার। শোকস্তব্ধ মেমারি থেকে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস। বৃহস্পতিবার রাত ন'টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। শ্যামলবাবু মেমারি পুরসভার বিদায়ী বোর্ডের কংগ্রেস কাউন্সিলর ছিলেন। বর্ধমান বার এ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবী শ্যামল সরকার ঘোর তৃণমূলের জমানায় কংগ্রেস প্রার্থী হিসেবে পৌর নির্বাচনে মেমারি শ্যামল সরকার মেমারিবাসীর কাছে সন্তু নামেই পরিচিত ছিলেন।



শুক্রবার তাঁর মরদেহ পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস ভবনের সামনে নিয়ে আসা হলে সবাই শোকে ভেঙে পড়েন। মালা দান ও স্মৃতি চারণা করা হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস এর কার্যকরী সভাপতি কাশীনাথ গাঙ্গুলি, এআইসিসি সদস্য অভিজিৎ ভট্টাচার্য, টাউন কংগ্রেস সভাপতি প্রবীর গাঙ্গুলি, সহ জেলা কংগ্রেস নেতা সুজিত চক্রবর্তী, সুদীপ মজুমদার, নাজির হোসেন, যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দার প্রমুখ। 

এদিন তার শেষযাত্রা পথে পাড়ার ক্লাব, এলাকার পার্টি অফিস জেলা কংগ্রেস কার্যালয়, বার এসোসিয়েশন হয়ে তার শেষ কৃত্য সম্পন্ন হয় ত্রিবেণী মহাশ্মশানে।




অসংখ্য মানুষের চোখের জল ভালোবাসা নিয়ে তার অন্তিম যাত্রা পথে ফুল মালা পরিয়ে রাস্তার উপর পুষ্প বৃষ্টি করে শেষ বিদায়ী অভিবাদন এক কথায় জনপ্রিয়তার চুড়ান্ত পর্যায়ে পৌঁছায়। অন্তিম যাত্রা পথে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার কংগ্রেস নেতৃত্ব তথা এআইসিসি সদস্য অভিজিত ভট্টাচার্য সহ যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দার, যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় খান, মন্তেশ্বর কংগ্রেসের নেতা বুলবুল আহমেদ, কালনা শহরের নেতা মনোজ সাহা, প্রদেশ সদস্য সদস‍্য মেমারির তুষার কান্তি পান, গলসির চঞ্চল সেখ, ভাতাও উত্তর বর্ধমানের হিলাল আহমেদ, রাজীব মল্লিক সহ অসংখ্য জেলা কংগ্রেস নেতা ও মেমারির সর্বদলের নেতৃত্ব এবং শ্যামল সরকারের অসংখ্য গুণমুগ্ধ সাধারণ মানুষ। বিশেষ করে যুব সম্প্রদায় ও মহিলাদের কান্না সবার চোখে জল এনেছে। কতটা জনপ্রিয়তা নিয়ে শ্যামল সরকার ছিলেন তাঁর প্রয়াণে মেমারির মানুষের সাথে উপস্থিত সকলেই স্বাক্ষী থাকল। তাঁর মৃত্যুতে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস ও মেমারির মানুষের অপূরণীয় ক্ষতি হলো।