চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

বর্ধমানে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ সভায় তৃণমূলে যোগ দিলেন ৬৮ জন পুরোহিত


 

বর্ধমানে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ সভায় তৃণমূলে যোগ দিলেন ৬৮ জন পুরোহিত


 ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা ঘোষণা করার পর থেকেই রাজ্যের পুরোহিত মহলে খুশির হাওয়া। অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে সামিল হচ্ছেন। 

পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও রেল, বিমান, কোল ইন্ডিয়ার মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বেসরকারিকরণের বিরুদ্ধে রাজ্য জুড়ে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচিতে পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেস মিছিল মিটিং এর মাধ্যমে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নেমেছে। রবিবার শহর বর্ধমানেও প্রতিবাদ সভা হয়। বীরহাটা ট্রাফিক অফিসের পাশে আয়োজিত সভা মঞ্চে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির সহ অন্যান্য মন্দিরের মোট ৬৮ জন পুরোহিত তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।


 উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ ডাঃ মমতাজ সংঘমিতা চৌধুরী, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার, তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস, বর্ধমান শহর সভাপতি অরূপ দাস, জেলার সহ সভাপতি, খোন্দেকার মহম্মদ সহিদুল্লাহ, শিক্ষক নেতা পরেশ সরকার, জেলার সাধারণ সম্পাদক ডাঃ ইন্তেখাব আলম, জয়দেব মুখার্জী, বর্ধমান শহরের তৃণমূল যুব'র সভাপতি সুবায়ু সাহা সহ অন্যান্য নেতৃত্ব।

উল্লেখ্য বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, আইএনটিটিইউসি, মহিলা তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, জয়হিন্দ বাহিনী ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য শাখা সংগঠনের উদ্যোগে এদিনের সভা আয়োজিত হয়।