Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রেলের বেসরকারীকরণ, বানিজ্যকীকরন ও আউটসোর্সিং এর বিরুদ্ধে এসইউসিআই (সি)


 

রেলের বেসরকারীকরণ, বানিজ্যকীকরন ও আউটসোর্সিং এর বিরুদ্ধে এসইউসিআই (সি)


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রেলের বেসরকারীকরণ, বানিজ্যকীকরন ও আউটসোর্সিং এর বিরুদ্ধে এসইউসিআই (সি) দলের পক্ষ থেকে দুর্গাপুর স্টেশনে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি হয় বৃহস্পতিবার। যেভাবে ভারতীয় রেল কে কেন্দ্রের বিজেপি সরকার একচেটিয়া বেসরকারি মালিকের হাতে তুলে দিচ্ছে তার তীব্র নিন্দা করা হয় এদিনের বিক্ষোভ আন্দোলনে। সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সোমনাথ ব্যানার্জি ও সব্যসাচী গোস্বামী জানান, ইতিমধ্যেই ১০৯ টি রুটে ১৫১টি ট্রেন বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার টেন্ডার আহ্বান করেছে। আগামী দিনে রেলে হকারি করা যাবে না, মান্থলি ও প্লাটফর্ম টিকিট এর দাম প্রচুর পরিমাণে বাড়বে। প্রচুর রেল শ্রমিক ছাঁটাই হবে নতুন করে নিয়োগ হবে না উপরন্তু পঞ্চান্ন বছর বয়সে অবসর নিতে বাধ্য করানো হচ্ছে রেল শ্রমিকদের।


 সারা ভারতবর্ষে গুরুত্বপূর্ণ স্টেশন সহ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল অন্ডাল ও দুর্গাপুর স্টেশনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবং কেন্দ্রীয় রেলমন্ত্রীকে দুর্গাপুর স্টেশন সুপারিনটেনডেন্ট এর মাধ্যমে স্মারকলিপি প্রেরণ করা হয়। আগামী দিনে কেন্দ্রীয় সরকারের রেলের বেসরকারিকরণের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এস ইউ সি আই (সি) নেতৃত্ব।