Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অগ্নি নির্বাপন কেন্দ্রে মন্ত্রী শুভেন্দু অধিকারী'র অনুগামীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান


 

অগ্নি নির্বাপন কেন্দ্রে মন্ত্রী শুভেন্দু অধিকারী'র অনুগামীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান


অতনু ঘোষ ও সত্যনারায়ণ শিকদার, মেমারি : তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী'র অনুগামীরা সম্বর্ধিত করলো ফায়ার ব্রিগেডের আধিকারিক থেকে কর্মীদের। আমি দাদার অনুগামী’ লেখা শুভেন্দু অধিকারীর ছবি গলায় ঝুলিয়ে পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরে পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, সমাজসেবী, অ্যাম্বুলেন্স চালক ও করোনা মোকাবিলায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের আগেই সংবর্ধন জানিয়েছে মন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুগামীরা গত কয়েক মাসে বিভিন্ন কর্মসূচি সংগঠিত করতে দেখা গিয়েছে শুভেন্দুবাবুর অনুগামীদের। 


দুঃস্থ-মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো, তাদের শিক্ষাসামগ্রী প্রদান করা থেকে শুরু করে রাখিবন্ধন কর্মসূচির আয়োজন করা। এছাড়া আমফানের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া থেকে শুরু করে দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের দেখা গিয়েছে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের অগ্নি নির্বাপন কেন্দ্রের আধিকারিক ও কর্মীদের শুভেন্দু অধিকারী'র অনুগামীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হলো। দা


অনুগামী বলে পরিচিত পরিবারের পক্ষ থেকে সুজন সর্দার ও আরো দাদার অন্যান্য অনুগামীরা ফুলের স্তবক ও উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা প্রদান করেন। শুভেন্দু অধিকারী'র অনুগামী কাছ থেকে সংবর্ধনা পেয়ে অগ্নি নির্বাপন আধিকারিক ও কর্মীরা খুবই আপ্লুত। দাদার অনুগামীদের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।