Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা : সামাজিক বয়কট কাটাতে ফুটবল প্রতিযোগিতা

 


করোনা : সামাজিক  বয়কট কাটাতে ফুটবল প্রতিযোগিতা 


সেখ সামসুদ্দিন, মেমারি : দেশের নানান জায়গায় কোভিড রোগী, কোভিড যোদ্ধা ও তাদের পরিবারকে সামাজিক বয়কটের সম্মুখীন হতে হচ্ছে। কোভিড জয়ীরা বাড়ি ফিরে এলেও সেই সমস্যা অনেকাংশে থেকেই যাচ্ছে। আশপাশের মানুষ সহ পাড়া প্রতিবেশী অনেকেই, এমনকি বন্ধুবান্ধবও তাদের সাথে মিশতে চাইছে না। বাস্তবিক ক্ষেত্রে কোভিড রোগীর সাথে শারিরীক দূরত্ব প্রয়োজন হলেও কোভিড জয়ীদের ক্ষেত্রে সেই রকম কোনো নিয়ম নেই। কিন্তু গুজব ও ভুলধারণাবশতঃ এই পরিস্থিতি তৈরী হচ্ছে। সেই ধারণা কাটাতে কোভিড জয়ীদের সাথে সাধারণ খেলোয়ারদের বন্ধুত্বপূর্ণ ম্যাচের আয়োজন করে পল্লীমঙ্গল সমিতি। পাল্লারোডের মাঠে আয়োজিত এই ফুটবল খেলা। 


 বাস্তবে কোভিড জয়ীদের সম্মানের চোখে দেখা উচিত, সামাজিক বয়কট না করা। কোভিড জয়ীরা কোভিড জয়ের পর শারিরীক ভাবে ফিট হয়ে যায় খুব তাড়াতাড়ি, এটাই এই খেলার মাধ্যমে বার্তা দেওয়া হয়। কোভিডের জন্য সচেতনতা দরকার, ভীতি না। পুরস্কারেও অভিনবত্ত রাখা হয়। যে টিম হারবে তাদের উপর দায়িত্ব বর্তাবে তার বাড়ির আশ-পাশের প্রতিবেশীদের কোভিড টেস্ট করানোর জন্য প্রচার চালানো এবং যারা জয়ী হবে তাদের পুরস্কারও অভিনব। উর্দ্ধমুখী বাজারে প্রত্যেকের জন্য ২ কেজি করে আলু দেওয়া হয়। কোভিড জয়ী টিম ৫-৪ গোলে জয়ী হয় ও পরাজিত হয় পল্লীমঙ্গল সমিতি।