Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বুথ কর্মীদের নিয়ে সভায় নম্রতার দাওয়াই দিলেন অনুব্রত মণ্ডল


 

বুথ কর্মীদের নিয়ে সভায় নম্রতার দাওয়াই দিলেন অনুব্রত মণ্ডল


রাধামাধব মণ্ডল


আউশগ্রামের রামনগরে অনুব্রত মণ্ডলের কর্মী সভায় উপচে পড়া ভিড়। ভিড় দেখে মঞ্চে উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানালেন সাধারণ কর্মীদের। পূর্ব ঘোষণা অনুযায়ী রামনগর পঞ্চায়েত এলাকার ২৪ টা বুথের বুথ প্রতি ৬০ জন কর্মী, পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্যসহ আঞ্চলিক স্তরের ও ব্লক স্তরের কর্মী, নেতাদের নিয়ে কর্মী সম্মেলন করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল।

মঙ্গলবার সারাদিন আউশগ্রামের তিনটি পঞ্চায়েত এলাকায় সভা করলেন অনুব্রত মণ্ডল। আউশগ্রাম ২ ব্লকের রামনগর, অমরপুর, ভেদিয়া অঞ্চলে সারাদিন ধরে মাটি কামড়ে পড়ে রইলেন অবজারভার অনুব্রত মণ্ডল। সারাদিন ধরে তিনটি পঞ্চায়েতের সাধারণ তৃণমূলের কর্মীদের নানা রকম অভাব অভিযোগ শোনেন এই দোদণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। 

এদিনের এই সভায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেন, এখনও যারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের কাছে বার বার যান। প্রয়োজনে অঞ্চল সভাপতি আসগর সেখ, এমএলএ অভেদানন্দ থান্দারকেও এই সভা থেকে গ্রামে যাওয়ার নির্দেশ দেন অনুব্রত মণ্ডল।



এদিন রামনগরের বারাসাত ডাঙার সভায় অনুব্রত মণ্ডলের সঙ্গে উপস্থিত ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ ঘোষ, ব্লক তৃণমূলের কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালন সহ অন্যান্য নেতৃত্ব। আউশগ্রামের নেতা, কর্মীরা শীর্ষ নেতৃত্বকে কাছে পেয়ে এলাকার নানান অনুন্নয়নকে তুলে ধরলে, মঞ্চ থেকেই তা ঠিক করে দেওয়ার নির্দেশ দেন পূর্ব বর্ধমানের জেলা শাসককে। 

মোড়বাঁধ থেকে ভাতকুণ্ডা পর্যন্ত পূর্ত দপ্তরের অধীনস্থ ৫ কিমি রাস্তার বেহালদশা মেরামতের নির্দেশ দেন তিনি।

আগামী ২১ শে বিধানসভা নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল। অনুব্রত মণ্ডলের কর্মী সভার আগে, পঞ্চায়েতের বুথে বুথে কর্মীসভা করে তৃণমূলের অঞ্চল নেতৃত্ব।

অমরপুরের গেঁড়াই হাইস্কুল, ভেদিয়ার সভাতেও কর্মীদের চাঙ্গা করতে, নম্র, ভদ্র হওয়ার দাওয়াই দিলেন কেষ্ট মোড়ল। 

এদিনের কর্মীসভা থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দাবি করেন আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুশোর বেশি আসন পাবে।