Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মন্তেশ্বর বিডিও অফিসে পালিত হল "ইঞ্জিনিয়ার দিবস"


 

মন্তেশ্বর বিডিও অফিসে পালিত হল "ইঞ্জিনিয়ার দিবস"


 সত্যনারায়ন শিকদার ও অতনু ঘোষ, মন্তেশ্বর : ইঞ্জিনিয়ারদের কাছে আর পাঁচটা দিনের থেকে আজকের দিনটা একটু আলাদা। কারণ এই দিনেই জন্মেছিলেন ভারতরত্ন ইঞ্জিনিয়ার বিশ্বেশড়াইয়ার।

 ৫ই সেপ্টেম্বর শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্ম দিবসে যেমন "শিক্ষক দিবস" পালন করি, ঠিক তেমনই ১৫ই সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার বিশ্বেশড়াইয়ার জন্ম দিনটিকে "ইঞ্জিনিয়ার দিবস" হিসেবে সারাদেশে পালন হয়।

ইঞ্জিনিয়ার বিশ্বেশড়াইয়ার যিনি ভারতের ইতিহাসে ইঞ্জিনিয়ারিং এর নতুন পথের দিশা দেখিয়ে ছিলেন। তার পরিকল্পনায় তৈরি করা বিভিন্ন নিদর্শন যা ভারতবর্ষের উল্লেখযোগ্য কৃতিত্বের স্বাক্ষ্য বহন করে চলেছে। তিনি শুধু ইঞ্জিনিয়ার ছিলেন না তিনি একজন মহান সমাজসেবী রূপে ধরা দিয়েছিলেন ভারতবর্ষের বুকে। সুতরাং শিক্ষক ও চিকিৎসকদের মত ইঞ্জিনিয়ারদেরও সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থেকেই যায়।

তাইতো আজ এই মহান ইঞ্জিনিয়ারের জন্মদিবসে 'ইঞ্জিনিয়ার দিবস' পালন করলেন মন্তেশ্বর ব্লকের ভিডিও অফিসে কর্মরত ইঞ্জিনিয়াররা। তারা একত্রিত হয়ে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা ও বিডিও বিপ্লব দত্ত কে সম্বর্ধনা জানালেন। পাশাপাশি মন্তেশ্বর বিডিও অফিসের সমস্ত কর্মীবৃন্দকে মিষ্টিমুখ করাতে ভুললেন না।