সীতারাম ইয়েচুরির নামে মিথ্যা মামলার প্রতিবাদ জামালপুরে সরব সিপিআই (এম)
অতনু হাজরা, জামালপুর : খুব সম্প্রতি দিল্লী কান্ডে সি পি আই এমের পলিটব্যুরো নেতা সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জামালপুরে সরব হলো স্থানীয় নেতৃত্ব। সোমবার জামালপুরে সিপিএমের জামালপুর ১ এরিয়া কমিটি একটি প্রতিবাদ মিছিল করে। মিছিলটি সিপিএমের পার্টি অফিস থেকে শুরু হয়ে জামালপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন রেখা শীল,কমরেড সুকুমার মিত্র, নারায়ণ ঘোষ সহ অন্যান্যরা।