Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শুরু হলো গ্রামে গ্রামে করোনা পরীক্ষা

L


 

শুরু হলো গ্রামে গ্রামে করোনা পরীক্ষা


নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ সরকারের নয়া উদ্যোগ। বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব বর্ধমানের আউশগ্রামের অমরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গেঁড়াই গ্রামের গেঁড়াই উচ্চ বিদ্যালয়ে শুরু হয় করোনা পরীক্ষা। সামাজিক সুরক্ষার জন্য এই টেস্ট শুরু করে আউশগ্রাম ২ ব্লকের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা। কীট টেস্টিং এর মাধ্যমে গ্রামের মোট ৬১ জনের সোয়াব নেওয়া হয়। এবং আধাঘণ্টা পরে তাদের রিপোর্ট দেওয়া হয়। এই টেস্ট রিপোর্ট এ হঠাৎই অমরপুর জিপি গেঁড়াই গ্রামেরই একজনের পজিটিভ হয়। চিকিৎসকরা তাকে হোমকোয়ারাণ্টাইনে পাঠায়। সেই সঙ্গে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখতেও বলা হয়। এই করোনা টেস্টে গোটা গ্রামের মানুষের মধ্যে প্রাথমিক ভাবে আতঙ্কের সৃষ্টি হলেও মানুষ খুশি হয়েছে। শুধুমাত্র সচেতনতার কারণে এই করোনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান, বিশিষ্ট সমাজসেবী সেখ আব্দুল লালন। তিনি বলেন, জনদরদী সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সেই সঙ্গে জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, আগামী দিনে সব গ্রামে করোনা পরীক্ষা করা হবে।