Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শুরু হলো গ্রামে গ্রামে করোনা পরীক্ষা

L


 

শুরু হলো গ্রামে গ্রামে করোনা পরীক্ষা


নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ সরকারের নয়া উদ্যোগ। বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব বর্ধমানের আউশগ্রামের অমরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গেঁড়াই গ্রামের গেঁড়াই উচ্চ বিদ্যালয়ে শুরু হয় করোনা পরীক্ষা। সামাজিক সুরক্ষার জন্য এই টেস্ট শুরু করে আউশগ্রাম ২ ব্লকের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা। কীট টেস্টিং এর মাধ্যমে গ্রামের মোট ৬১ জনের সোয়াব নেওয়া হয়। এবং আধাঘণ্টা পরে তাদের রিপোর্ট দেওয়া হয়। এই টেস্ট রিপোর্ট এ হঠাৎই অমরপুর জিপি গেঁড়াই গ্রামেরই একজনের পজিটিভ হয়। চিকিৎসকরা তাকে হোমকোয়ারাণ্টাইনে পাঠায়। সেই সঙ্গে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখতেও বলা হয়। এই করোনা টেস্টে গোটা গ্রামের মানুষের মধ্যে প্রাথমিক ভাবে আতঙ্কের সৃষ্টি হলেও মানুষ খুশি হয়েছে। শুধুমাত্র সচেতনতার কারণে এই করোনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান, বিশিষ্ট সমাজসেবী সেখ আব্দুল লালন। তিনি বলেন, জনদরদী সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সেই সঙ্গে জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, আগামী দিনে সব গ্রামে করোনা পরীক্ষা করা হবে।