Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কৃষি কাজে গতি আনতে সহায়ক যন্ত্রপাতি কেনার জন্য কৃষি দপ্তরের ঋণ


 

কৃষি কাজে গতি আনতে সহায়ক যন্ত্রপাতি কেনার জন্য কৃষি দপ্তরের ঋণ


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে ব্লক কৃষি দপ্তর কাস্টমার হায়ারিং সেন্টার বা সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ভাড়া দেওয়া কেন্দ্রের জন্য জোতশ্রীরাম অঞ্চলের শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা সুশান্ত সাঁতরাকে কৃষি দপ্তরের পক্ষ থেকে ঋণ দেওয়া হলো। ব্লক সহ কৃষি অধিকর্তা কাজী সঞ্জীবুল ইসলাম জানান, সুশান্তবাবু ২০১৯-২০ অর্থ বর্ষে আবেদন করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে তাঁকে ৩৮ লক্ষ ৯২ হাজার টাকা ঋণ দেওয়া হয়, যা দিয়ে তিনি হারভেস্টর, বীজ বপন করার যন্ত্র সহ নানা যন্ত্রপাতি কেনেন। সোমবার সেই সমস্ত কৃষি কাজে সহায়ক সরঞ্জাম পরিদর্শনে যান ব্লক সহ কৃষি অধিকর্তা সঞ্জীবুল ইসলাম পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেবু হেমব্রম ও কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ ঘোষ।



 সহ কৃষি অধিকর্তা জানান মোট টাকার মধ্যে সরকারি তরফে সুশান্ত বাবুকে ১৫ লক্ষ ৪২ হাজার টাকা সাবসিটি দেওয়া হবে। সঞ্জীবুল বাবু বলেন এই যন্ত্র গুলি একদিকে যেমন কৃষি মজুর সমস্যা মেটাবে তেমনি চাষের ক্ষেত্রেও এক আমূল পরিবর্তন আনবে। তিনি জানান এতদিন পর্যন্ত চাষের অত্যাধুনিক যন্ত্রপাতির বেশ অভাব ছিল জামালপুরে। পার্শ্ববর্তী রায়না বা ভাতার ব্লক থেকে ভাড়া করে নিয়ে এসে কাজ মেটাতে হত, সেই সমস্যা এখন অনেকটাই মিটবে বলে তিনি জানান। সুশান্ত সাঁতরা জানান যন্ত্রগুলো দিয়ে চাষিরা অনেক কম সময়ে এবং দ্রুত চাষের কাজ করতে পারবে।