চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, ২৪ ঘন্টায় ১১৩ জন পজিটিভ, মৃত ১


 

পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, ২৪ ঘন্টায় ১১৩ জন পজিটিভ, মৃত ১


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় গত ২৪ ঘন্টায় ১১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৯ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন ৩ হাজার ৪৩৪ জন। সোমবার পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়ে ৫৬ জনের মৃত্যু হয়েছে। 

লকডাউনের পর আনলক অবস্থায় পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণের হার কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের নিয়মনীতি না মানার ফলেই যে সংক্রমণ বাড়ছে সেটা বলার অপেক্ষা রাখে না। সাম্প্রতিক সময়ের প্রেক্ষিতে গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের হার সবচেয়ে বেশি। ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় আক্রান্ত হয়েছেন ১১৩ জন। তারমধ্যে বর্ধমান পুর এলাকায় ১১ জন, দাঁইহাট পুর এলাকায় ২জন, কাটোয়া পুর এলাকায় ৪ জন, কালনা পুর এলাকায় ৭ জন, মেমারি পুর এলাকায় ১ জন, আউসগ্রাম ১ ব্লকে ২ জন, আউসগ্রাম ২ ব্লকে ১ জন, ভাতাড়ে ১৪ জন, বর্ধমান ১ ব্লকে ৩ জন, বর্ধমান ২ ব্লকে ৭ জন, গ্লসি ১ ব্লকে ৩ জন, জামালপুরে ৩ জন, কালনা ১ ব্লকে ৬ জন, কালনা ২ ব্লকে ৮ জন, কাটোয়া ১ ব্লকে ৫ জন, কাটোয়া ২ ব্লকে ১ জন, কেতুগ্রাম ১ ব্লকে ১ জন, কেতুগ্রাম ২ ব্লকে ২ জন, খন্ডঘোষে ২ জন, মেয়াদি ১ ব্লকে ৯ জন, মেয়াদি ২ ব্লকে ৫ জন, মন্তেশ্বরে ১ জন, মঙ্গলকোটে ২ জন, পূর্বস্থলি ১ ব্লকে ৩ জন, পূর্বস্থলি ২ ব্লকে ২ জন, রায়না ১ ব্লকে ৪ জন এবং রায়না ২ ব্লকে ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।

 সরকারি রিপোর্টে জানানো হয়েছে পূর্ব বর্ধমান জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৫৮৯ জনের চিকিৎসা চলছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। তবে সরকারি রিপোর্টে করোনা সংক্রমণে এখন পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে ৫৬ জনের।

পূর্ব বর্ধমান জেলায় করোনা পরীক্ষার জন্য এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৮২ হাজার ৩৪৮ জনের, এর মধ্যে পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে ৮১ হাজার ২৩৮ জনের। পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ হয়েছে ৭৮ হাজার ২৫৩ জনের। আজ পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা ৫৩৩ টি। সব মিলিয়ে পূর্ব বর্ধমান জেলা যে ভালো জায়গায় নেই সেটা বলার অপেক্ষা রাখে না। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষও যথেষ্ট উদ্বিগ্ন।