Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

করোনা আবহে কালনায় বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির


 

করোনা আবহে কালনায় বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির


 ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : করোনা আবহে রক্তের সঙ্কট সামাল দিতে এগিয়ে এলো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কালনা ১ নম্বর আঞ্চলিক কমিটি। রবিবার কালনার অষ্টগরিয়া গ্রামে রক্তদান শিবিরের আয়োজন করে। ২৮ জন মহিলা সহ মোট ৯১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। কালনা মহাকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক বেশ কয়েকদিন ধরে রক্তশূন্যতায় ভুগছে। মানুষকে রক্ত সংগ্রহের জন্য এখানে সেখানে ছুটতে হচ্ছে। এই চরম রক্ত সংকটের সময় রক্তদান শিবিরের আয়োজন করে সময়োপযোগী কাজ করেছে বলে মনে করছে স্বাস্থ্য মহল।

   এদিনের রক্তদান শিবিরের উল্লেখযোগ্য বিষয় হলো শিবির চলাকালীন পাশ দিয়েই গাড়িতে ফিরছিলেন তারকেশ্বরের একটি পরিবার। যুবক-যুবতীদের রক্তদানের উৎসাহ দেখে গাড়ি দাঁড় করিয়ে এই পরিবারটির দুইজন মহিলা স্বেচ্ছায় রক্তদান করে যান। তারা বলে যান আমাদের বিপদের সময় রক্ত দিয়ে সাহায্য করেছিলেন এইরকম যুবক-যুবতীরাই।এদিনের রক্তদান শিবিরটি প্রয়াত সুজয় সিংহরায়, হামিদ মন্ডল, খালেক মণ্ডল, বিক্রম সোরেন, নিরাপদ সেন, বাবুল সরদার, নিতাই সরকার প্রমুখের স্মরণে অনুষ্ঠিত হয়।



 শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণতান্ত্রিক আন্দোলনের মহিলা নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অঞ্জু কর। সংগঠনের পতাকা উত্তোলন করেন সুভাষ সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিম শেখ, পিংকি বৈরাগ্য, আতাবুল শেখ প্রমুখ। উদ্বোধনী বক্তব্যে অঞ্জু কর বলেন-- রক্ত সংকটে হাওড়ার বাঁকড়াতে যুবরা যখন রক্তদান শিবির করে, শাসক দলের কর্মীরা তখন সেই শিবির ভেঙে দেয়। কালনায় রক্ত সংকট চরমে যখন রক্তদান শিবিরের অন্যান্য উদ্যোক্তারা শিবির বন্ধ করে দিলেও যুব কর্মীরা পিছিয়ে যায়নি। তারা শিবির করে রক্তদান করছেন। মানবদরদি মানসিকতা না থাকলে এই কাজ করা যায় না।