Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত মেমারি শহর নেতৃত্বকে সম্বর্ধনা


 

তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত মেমারি শহর নেতৃত্বকে সম্বর্ধনা


সেখ সামসুদ্দিন : তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা কমিটির সঙ্গে ব্লক কমিটি ঘোষণা হওয়ার পরেই জেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। আসলে কর্মী-সমর্থকরা সব সময় চায় কাজের মানুষ। বিপদে আপদে পাশে থাকবেন। এমন মানুষই তো প্রকৃত নেতা হওয়ার যোগ্য। যেখানে এর ব্যতিক্রম হয়েছে সেখানেই বিক্ষোভ হচ্ছে। তার প্রভাব আগামী বিধানসভা নির্বাচনেও পড়তে বাধ্য। সে যাইহোক মেমারি শহর তৃণমূল কংগ্রেস একজন কাজের মানুষ কে সভাপতি পদে পেয়েছেন।তাইতো মেমারি শহরে খুশীর হাওয়া। তৃণমূল কংগ্রেসের মেমারি শহর কমিটির সভাপতি পদে এসেছেন অচিন্ত্য চ্যাটার্জী। বুধবার মেমারি পুরসভার ৫ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ


 থেকে নব নিযুক্ত সভাপতি অচিন্ত‍্য চ‍্যাটার্জী, সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার, শহর যুব সভাপতি সৌরভ সাঁতরাকে সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা দেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি মুকেশ শর্মা ও ওয়ার্ড সভাপতি বিকাশ ক্ষেত্রপাল সহ অজিত সিং, তাপস পাঁজা, শুভময় ভট্টাচার্য, সফিকুর রহমান, সেখ সিরাজ সহ সকল সদস‍্যবৃন্দ। কর্মী-সমর্থরা বলেন, তিন জনই কাজের মানুষ। এদিন উপস্থিত তিন নেতৃত্বও অকপটে জানান, সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করবেন। আসন্ন পৌরনির্বাচনে মেমারিতে ১৬ টি আসনেই তৃণমূল কংগ্রেস জয়ী হবে।