Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর ব্লকের অমরপুরে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ


 

জামালপুর ব্লকের অমরপুরে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ 


অতনু হাজরা, জামালপুর : ২০১০সাল রাজ্যে তখন সিপিএমের আমল। সেই সময় আজকের দিনে জামালপুরে রাজনৈতিকভাবে খুন হন তিন জন তৃণমূল কর্মী উত্তম ভুল, পাঁচুগোপাল রুইদাস ও ইসহাক খান। সেই ঘটনায় তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে আসেন জামালপুরে। সেই দিন থেকেই আজকের এই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করে আসছে জামালপুরের তৃণমূল কংগ্রেস।আজ সেই অমরপুরে গিয়ে শহীদ বেদিতে মাল্যদান করে তাঁদের প্রতি সম্মান জানান জামালপুর ব্লক তৃণমুল কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, ব্লক সংখ্যালঘু সেলের নেতা তাবারক আলী মন্ডল, আরিফা মন্ডল, শহীদ পরিবারের সদস্যরা কল্যাণী রুইদাস, প্রবীর রুইদাস, অভিজিৎ ভুল সহ অন্যান্যরা।আজকে এরই সঙ্গে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশও করা হয়। 




 আজকের এই শহীদ স্মরণের অনুষ্ঠানে এলাকার মানুষের আবেগ ছিল চোখে পড়ার মত। অনেক মানুষ আজ এই শহীদ স্মরণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। মেহেমুদ খান বলেন এই শহীদদের তাঁরা কোনদিনই ভুলবেন না। তার সঙ্গে তিনি আরও বলেন যে শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে ২০২১ সালে বিধান সভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জামালপুর থেকে জয়ী করলে। পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিকও বক্তব্য রাখতে গিয়ে বলেন শহীদদের এই বলিদান বৃথা যাবে না তাই ২০২১এর বিধান সভায় তৃণমূলের প্রার্থী এখান থেকে অবশ্যই বিজয়ী হবেন।