Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর ব্লকের অমরপুরে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ


 

জামালপুর ব্লকের অমরপুরে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ 


অতনু হাজরা, জামালপুর : ২০১০সাল রাজ্যে তখন সিপিএমের আমল। সেই সময় আজকের দিনে জামালপুরে রাজনৈতিকভাবে খুন হন তিন জন তৃণমূল কর্মী উত্তম ভুল, পাঁচুগোপাল রুইদাস ও ইসহাক খান। সেই ঘটনায় তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে আসেন জামালপুরে। সেই দিন থেকেই আজকের এই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করে আসছে জামালপুরের তৃণমূল কংগ্রেস।আজ সেই অমরপুরে গিয়ে শহীদ বেদিতে মাল্যদান করে তাঁদের প্রতি সম্মান জানান জামালপুর ব্লক তৃণমুল কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, ব্লক সংখ্যালঘু সেলের নেতা তাবারক আলী মন্ডল, আরিফা মন্ডল, শহীদ পরিবারের সদস্যরা কল্যাণী রুইদাস, প্রবীর রুইদাস, অভিজিৎ ভুল সহ অন্যান্যরা।আজকে এরই সঙ্গে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশও করা হয়। 




 আজকের এই শহীদ স্মরণের অনুষ্ঠানে এলাকার মানুষের আবেগ ছিল চোখে পড়ার মত। অনেক মানুষ আজ এই শহীদ স্মরণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। মেহেমুদ খান বলেন এই শহীদদের তাঁরা কোনদিনই ভুলবেন না। তার সঙ্গে তিনি আরও বলেন যে শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে ২০২১ সালে বিধান সভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জামালপুর থেকে জয়ী করলে। পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিকও বক্তব্য রাখতে গিয়ে বলেন শহীদদের এই বলিদান বৃথা যাবে না তাই ২০২১এর বিধান সভায় তৃণমূলের প্রার্থী এখান থেকে অবশ্যই বিজয়ী হবেন।