Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অমরপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, পিতা-পুত্রের রক্তদানে নজির


 

অমরপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, পিতা-পুত্রের রক্তদানে নজির


নিজস্ব সংবাদদাতা, আউসগ্রাম : 'রক্তদান জীবন দান' শুধু মুখে না বলে বাস্তবিক ক্ষেত্রে তা করে দেখালেন আউশগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালন। রবিবার আউসগ্রাম ২ ব্লকের অমরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও বর্ধমান ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় গেঁড়াই দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখ আব্দুল লালন নিজে প্রথম রক্ত দিয়ে শিবিরের সূচনা করেন। এদিনের শিবিরে ৫০জন স্বেচ্ছায় রক্তদান করেন। প্রত্যেক রক্ত দাতার হাতে একটি মাস্ক ও একটি করে ফলের চারা (বৃক্ষ শিশু) ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।



 রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউসগ্রাম ২-পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলী, তৃণমূল কংগ্রেসের আউসগ্রাম ২ ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ, পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য কাকলি রাজা, অমরপুর অঞ্চল সভাপতি গোলাম মোল্লা, অমরপুর পঞ্চায়েত প্রধান শেখ এবাদত ও পঞ্চায়েত সদস্যরা। উল্লেখ্য এদিন পিতা ও পুত্রের রক্তদানের মাধ্যমে শিবিরের সূচনা ও সমাপ্তি ঘটে। শিবিরে প্রথম রক্ত দিয়েছেন তৃণমূল কংগ্রেসের আউসগ্রাম ২ ব্লকের কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালন। এবং সব শেষে রক্তদান করেন তারই পুত্র সেখ আফজল রহমান।

এদিন সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মেনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সামগ্রিক ভাবে রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।