Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

দামোদরের পাড় ভাঙ্গায় আতঙ্কিত কনকপুরের বাসিন্দারা


 

দামোদরের পাড় ভাঙ্গায় আতঙ্কিত কনকপুরের বাসিন্দারা


অতনু হাজরা, জামালপুর : দামোদর নদের পাড় ভাঙনে আতঙ্কিত তীরবর্তী এলাকার মানুষজন। পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বেরুগ্রাম পঞ্চায়েত এলাকার কনকপুর গ্রাম সংলগ্ন দামোদর নদের পাড় ভাঙছে। স্বভাবতই এই ভাঙ্গন দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। ভাঙনের ভয়াবহতায় তারা খবর দেন জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদারকে। খবরটি পাওয়ার সাথে সাথেই তিনি ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক ফাল্গুনী মুখোপাধ্যায়কে ঘটনাস্থল পরিদর্শনে পাঠান। সেখানে পৌঁছে তিনি সরেজমিনে দেখে বিডিও এবং জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরে রিপোর্ট পাঠান। ফাল্গুনী বাবু জানান কনকপুরে অপর দিকের পাড়ের দিকে একটি বড় চর পরে যাওয়ায় নদীটি কনকপুরের যেদিকে নদীর পাড় আছে তার অনেক কাছাকাছি বইতে থাকে যার ফলেই এই পাড় ভেঙ্গে পড়ছে বা ধ্বস নামছে।বিডিও শুভঙ্কর মজুমদার বলেন খবর পেয়েই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। রিপোর্ট জেলায় পাঠানো হয়েছে জেলার সিদ্ধান্ত এলেই পরবর্তী পদক্ষেপ করা হবে। তাঁকে প্রশ্ন করা হয় এই মুহূর্তে যদি জামালপুরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় কতটা প্রস্তুত জামালপুর ব্লক? কারণ ব্লকের অমরপুর সংলগ্ন এলাকা প্রায় প্রতিবছরই বন্যায় প্লাবিত হয়।তিনি জানান সব রকম প্রস্তুতি ব্লকের আছে। জোতশ্রীরাম পঞ্চায়েতে একটি ফ্লাড শেল্টার রেডি আছে। এছাড়াও বন্যাপ্রবন জায়গাগুলি সংলগ্ন স্কুলগুলি চিহ্নিত করা হয়েছে যাতে হঠাৎ করে বন্যা পরিস্থিতি হলে এলাকার মানুষদের সেখানে রাখা যেতে পারে। এছাড়াও তিনি বলেন তিনি নিজেও পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানান।আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি জানান।