চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

দামোদরের পাড় ভাঙ্গায় আতঙ্কিত কনকপুরের বাসিন্দারা


 

দামোদরের পাড় ভাঙ্গায় আতঙ্কিত কনকপুরের বাসিন্দারা


অতনু হাজরা, জামালপুর : দামোদর নদের পাড় ভাঙনে আতঙ্কিত তীরবর্তী এলাকার মানুষজন। পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বেরুগ্রাম পঞ্চায়েত এলাকার কনকপুর গ্রাম সংলগ্ন দামোদর নদের পাড় ভাঙছে। স্বভাবতই এই ভাঙ্গন দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। ভাঙনের ভয়াবহতায় তারা খবর দেন জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদারকে। খবরটি পাওয়ার সাথে সাথেই তিনি ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক ফাল্গুনী মুখোপাধ্যায়কে ঘটনাস্থল পরিদর্শনে পাঠান। সেখানে পৌঁছে তিনি সরেজমিনে দেখে বিডিও এবং জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরে রিপোর্ট পাঠান। ফাল্গুনী বাবু জানান কনকপুরে অপর দিকের পাড়ের দিকে একটি বড় চর পরে যাওয়ায় নদীটি কনকপুরের যেদিকে নদীর পাড় আছে তার অনেক কাছাকাছি বইতে থাকে যার ফলেই এই পাড় ভেঙ্গে পড়ছে বা ধ্বস নামছে।বিডিও শুভঙ্কর মজুমদার বলেন খবর পেয়েই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। রিপোর্ট জেলায় পাঠানো হয়েছে জেলার সিদ্ধান্ত এলেই পরবর্তী পদক্ষেপ করা হবে। তাঁকে প্রশ্ন করা হয় এই মুহূর্তে যদি জামালপুরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় কতটা প্রস্তুত জামালপুর ব্লক? কারণ ব্লকের অমরপুর সংলগ্ন এলাকা প্রায় প্রতিবছরই বন্যায় প্লাবিত হয়।তিনি জানান সব রকম প্রস্তুতি ব্লকের আছে। জোতশ্রীরাম পঞ্চায়েতে একটি ফ্লাড শেল্টার রেডি আছে। এছাড়াও বন্যাপ্রবন জায়গাগুলি সংলগ্ন স্কুলগুলি চিহ্নিত করা হয়েছে যাতে হঠাৎ করে বন্যা পরিস্থিতি হলে এলাকার মানুষদের সেখানে রাখা যেতে পারে। এছাড়াও তিনি বলেন তিনি নিজেও পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানান।আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি জানান।