Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর কাছে স্থায়ী কর্মসংস্থানের দাবী যুবশ্রী সংগঠনের



মুখ্যমন্ত্রীর কাছে স্থায়ী কর্মসংস্থানের দাবী যুবশ্রী সংগঠনের


ডেস্ক রিপোর্ট : বেকারত্বের হার দিনে দিনে যেভাবে বেড়ে চলেছে তার জ্বলন্ত উদাহরণ হল আজকের সামান্য একটি অস্থায়ী "বন সহায়ক" চাকরির আবেদন এর জন্য কিভাবে শত শত শিক্ষিত বেকার যুব সম্প্রদায় করোনা ভীতি উপেক্ষা করে বর্ধমানে উপস্থিত হয়েছিল।  মুখ্যমন্ত্রী রাজ্যে বেকারত্বের হার অন্যান্য রাজ্য থেকে অপেক্ষাকৃত কম ঘোষণা করলেও রাজ্যের কর্মসংস্থানের বেহাল দশা প্রকাশ পাচ্ছে। ৪ আগস্ট বর্ধমান এর গোলাপবাগ সংলগ্ন রমনার বাগান বনদপ্তর অফিসে চাকরির আবেদনের জন্য শত শত বেকার যুব সম্প্রদায় উপস্থিত হয়েছিলেন।




পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি'র রাজ্য কমিটির সদস্য প্রণয় সাহা জানান, বিগত ২০১৩ সাল থেকে স্থায়ী কর্মসংস্থানের দাবিতে বারবার দাবি জানিয়ে আসলেও এখনও পর্যন্ত কর্মসংস্থানের বিষয়ে কোন প্রকার অগ্রগতি দেখা যায়নি সেটা আজ আবার দেখা গেল। এভাবে শিক্ষিত বেকার যুব সম্প্রদায় স্থায়ী কর্মসংস্থানের ন্যায্য অধিকার থেকে আর কতদিন বঞ্চিত থাকবে ? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি জানাচ্ছে যুবশ্রী সংগঠন।