Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শহীদ দিবস পালনে এস ইউ সি আই (সি)


 

শহীদ দিবস পালনে 
এস ইউ সি আই (সি)


 ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ১৯৫৯ সালের খাদ্য আন্দোলনের শহীদদের ও ১৯৯০ সালে দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভাড়া বৃদ্ধি আন্দোলনে শহীদ মাদাই হালদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সারা রাজ্যে এস ইউ সি আই সি'র পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হয়।


দুর্গাপুরে এসইউসিআইসি র পক্ষ থেকে লকডাউন প্রটোকল মেনে কর্মী সমর্থকরা ঘরে ঘরে শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে শহীদ দিবস পালন করেন । ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে কর্মী-সমর্থকরা শহীদ দিবস পালনের পোস্টার পোস্ট করেন ।এস ইউ সি আই'সি পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সোমনাথ ব্যানার্জী এক প্রেস বিবৃতিতে জানান, 'বর্তমান করোনা অতিমারি পরিস্থিতিতে দেশের মানুষ যখন আর্থিক সংকটে জেরবার, তখন রাজ্য সরকার মূল্যবৃদ্ধির প্রশ্নে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন । সরকার গঠিত টাস্কফোর্স ঠুঁটো জগন্নাথ হয়ে আছে।' এই ভয়াবহ দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে সমস্ত মানুষকে একজোট হয়ে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান দলের পশ্চিম বর্ধমান জেলার নেত্রী অধ্যাপিকা সুচেতা কুন্ডু।