চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

কোভিড হাসপাতালে স্যানিটাইজগেট স্থাপনে নজীর গড়লো আকাশ পরিবার


    • কোভিড হাসপাতালে স্যানিটাইজগেট স্থাপনে নজীর গড়লো আকাশ পরিবার

  • অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন যার নাম 'আকাশ'।আকাশ একটি পরিবার। এই সংস্থা সাধারণত প্রকৃতির উপর কাজ করে থাকে। কিন্তু করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে তারা প্রচুর সামাজিক কাজ করেছে। প্রায় ৪০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় তারা। আমফান বিপর্যয়ে সুদূর সুন্দরবনে ছুটে যায় ত্রান নিয়ে।

  •  সেই আকাশ পরিবার আজ সংস্থার জন্মদিনে বর্ধমানের বামচাঁদাইপুরে ক্যামরি কোভিড হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য একটি ফুল বডি স্যানিটাইজার গেট বসিয়ে দিল। তারা মনে করে যে পূর্ব বর্ধমানের কোভিড হাসপাতালে যারা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী যারা প্রথম শ্রেণীর করোনা যোদ্ধা তাদের জন্য এটুকু করতে পেরে খুবই ভালো লাগছে তাদের। এরফলে সংক্রমণ অনেকটাই কমবে। ক্যামরি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এই কাজের জন্য আকাশ পরিবারের প্রশংসা করেন।