Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কোভিড হাসপাতালে স্যানিটাইজগেট স্থাপনে নজীর গড়লো আকাশ পরিবার


    • কোভিড হাসপাতালে স্যানিটাইজগেট স্থাপনে নজীর গড়লো আকাশ পরিবার

  • অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন যার নাম 'আকাশ'।আকাশ একটি পরিবার। এই সংস্থা সাধারণত প্রকৃতির উপর কাজ করে থাকে। কিন্তু করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে তারা প্রচুর সামাজিক কাজ করেছে। প্রায় ৪০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় তারা। আমফান বিপর্যয়ে সুদূর সুন্দরবনে ছুটে যায় ত্রান নিয়ে।

  •  সেই আকাশ পরিবার আজ সংস্থার জন্মদিনে বর্ধমানের বামচাঁদাইপুরে ক্যামরি কোভিড হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য একটি ফুল বডি স্যানিটাইজার গেট বসিয়ে দিল। তারা মনে করে যে পূর্ব বর্ধমানের কোভিড হাসপাতালে যারা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী যারা প্রথম শ্রেণীর করোনা যোদ্ধা তাদের জন্য এটুকু করতে পেরে খুবই ভালো লাগছে তাদের। এরফলে সংক্রমণ অনেকটাই কমবে। ক্যামরি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এই কাজের জন্য আকাশ পরিবারের প্রশংসা করেন।