Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

কোভিড হাসপাতালে স্যানিটাইজগেট স্থাপনে নজীর গড়লো আকাশ পরিবার


    • কোভিড হাসপাতালে স্যানিটাইজগেট স্থাপনে নজীর গড়লো আকাশ পরিবার

  • অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন যার নাম 'আকাশ'।আকাশ একটি পরিবার। এই সংস্থা সাধারণত প্রকৃতির উপর কাজ করে থাকে। কিন্তু করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে তারা প্রচুর সামাজিক কাজ করেছে। প্রায় ৪০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় তারা। আমফান বিপর্যয়ে সুদূর সুন্দরবনে ছুটে যায় ত্রান নিয়ে।

  •  সেই আকাশ পরিবার আজ সংস্থার জন্মদিনে বর্ধমানের বামচাঁদাইপুরে ক্যামরি কোভিড হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য একটি ফুল বডি স্যানিটাইজার গেট বসিয়ে দিল। তারা মনে করে যে পূর্ব বর্ধমানের কোভিড হাসপাতালে যারা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী যারা প্রথম শ্রেণীর করোনা যোদ্ধা তাদের জন্য এটুকু করতে পেরে খুবই ভালো লাগছে তাদের। এরফলে সংক্রমণ অনেকটাই কমবে। ক্যামরি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এই কাজের জন্য আকাশ পরিবারের প্রশংসা করেন।