জামালপুর পুলিশের পক্ষ থেকে রাখি বন্ধন উপলক্ষে
মাস্ক ও স্যানিটাইজার বিতরণ
অতনু হাজরা, জামালপুর : পবিত্র রাখি বন্ধন উপলক্ষ্যে আজ জামালপুর থানার পুলিশের পক্ষ থেকে জামালপুর ব্লকের বিভিন্ন জায়গায় এবং ব্লকের ঢোকার প্রধান রাস্তা গুলিতে পথ চলতি সাধারণ মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়।যদিও জামালপুর থানার পক্ষ থেকে প্রতিদিনই সাধারণ মানুষকে করোনা সম্পর্কে সচেতন করার জন্য বিশেষ ট্যাবলোর সাহায্যে প্রচার করা হচ্ছে কিন্তু আজ পুলিশ কর্মীরা নিজেরা রাস্তায় নেমে পথচলতি সাধারণ মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন এবং এগুলোর উপযোগিতার কথা তুলে ধরেন। করোনা সংক্রমণ নিয়ে মানুষকে সচেতন করেন।পুলিশের এই ভূমিকায় খুশি এলাকার মানুষজন।