চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

করোনা সংক্রান্ত খবরের জন্য পূর্ব বর্ধমানে ২৪ ঘন্টা কলসেন্টার চালু


করোনা সংক্রান্ত খবরের জন্য পূর্ব বর্ধমানে ২৪ ঘন্টা কলসেন্টার চালু


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : করোনা সংক্রান্ত খবরাখবর এর জন্য ২৪ ঘন্টা কলসেন্টার চালু হলো পূর্ব বর্ধমানে। আজ পূর্ব বর্ধমানের চিফ মেডিক্যাল অফিসার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান। এখন থেকে কোভিড সংক্রান্ত যেকোন খবর এক ফোনেই পাওয়া যাবে। ভর্তি থাকা যেকোনো কোভিড রুগী সম্পর্কে খবর নিতে পারবেন তার পরিজনেরা। এর ফলে কোভিড আক্রান্ত ব্যক্তির পরিবারের দুশ্চিন্তা অনেকটাই কমবে। ফোন নম্বর গুলি হলো- ৯৮৮৩৬৬১১৯৯/৯৮৮৩৫৩৭৩৯৭


প্রশাসনের তরফে জানানো হয়েছে করোনায় আক্রান্ত হলে নিশ্চিন্তে ভর্তি হতে পারেন সরকারি হাসপাতালে। উন্নত পরিকাঠামো আর স্বাস্থ‍্যকর্মীদের সহায়তায়র সঙ্গে পাবেন প্রশংসনীয় পরিষেবা। 

পূর্ব বর্ধমান জেলা জেলা কৃষি ভবনে জেলার নিরাপদ কন্ট্রোল রুম খোলা হয়েছে। যোগাযোগ করার জন্য ৯৮৮৩৫৩২৪৫০ নম্বরে ফোন করতে হবে।