অতনু হাজরা, জামালপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে বাংলা গ্রামীন সড়ক যোজনার কাজ।তার মধ্যে পূর্ব বর্ধমান জেলায় মোট ১০৯ কিমি রাস্তা তৈরি হচ্ছে। এই ১০৯ কিমি রাস্তার মধ্যে ৩৯ কিমি রাস্তা রায়না ১ ও ২ ব্লক ও জামালপুর ব্লকের মধ্যে দিয়ে বাঁধগাছা, শম্ভুপুর, চক্ষণজাদী, বেরুগ্রাম, কারালাঘাট হয়ে ফতেপুর পর্যন্ত তৈরি হচ্ছে।
সেই রাস্তাই আজ সরজমিনে দেখতে এসেছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া ও পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত। তাঁদের সঙ্গে ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, জয়েন্ট বিডিও বিপ্লব দাস সহ তাবারক আলী, শেখ মবিন ও রায়না ১ ও ২ ব্লকের বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা। সভাধিপতি শম্পা ধারা জানান ১০৯ কিমি রাস্তাই তৈরি হচ্ছে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি সেগুলো শেষও হবে ।