Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা সংকটে কেন্দ্রীয় সংস্থার সবজি ও ফল ধোয়ার গাইডলাইন


করোনা সংকটে কেন্দ্রীয় সংস্থার সবজি ও ফল ধোয়ার গাইডলাইন

ডেস্ক রিপোর্ট : এখন আর আগের মতো বাজার থেকে সবজি কিনে এনে ভালো করে না ধুয়ে তার কেটে রান্না করে ফেলা যাবে না। করোনার প্রকোপ থেকে বাঁচতে বাজার থেকে সবজি, ফল কিনে আনার পর কি করতে হবে সেই বিষয়ে গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ সংস্থা ফুড সেফটি এ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। ফ্যাসি জানিয়েছে, সবার আগে জানা প্রয়োজন করোনা ভাইরাস মহামারির সময়ে কেন সবজি, ফল ইত্যাদি পরিস্কারের বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। এই সময়ে পরিস্কার ও স্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি। তবেই বাড়বে শরীরের প্রতিরোধ ক্ষমতা। বাজারজাত সবজি অধিকাংশ ক্ষেত্রে জলে ভিজিয়ে আনা হয়। অপরিস্কার ও ভেজা সবজিতে ব্যাকটেরিয়া থাকতে পারে। তাছাড়া বাজারের সবজিতে নানান জনের হাতের ছোঁয়াও লাগে। কোথা থেকে কি ভাবে ভাইরাস চলে আসতে পারে সেটা কে বলতে পারে। তাই বাজার থেকে সবজি বাড়িতে এনে ভালো করে ধোয়াটা জরুরি। এখন মহামারির সময়ে সেটা আরও বেশি দরকার।  

কেন্দ্রীয় সংস্থাটি আরও জানিয়েছে, মে ব্যাগে ভরে বাজার থেকে সবজি কিনে আনছেন সবার আগে সেটিকে জীবাণু মুক্ত করতে হবে। বাজার থেকে সবজি এনে পরিস্কার না করে ফ্রিজে ঢুকিয়ে রাখা যাবে না। পরিস্কার জলে সবজি ধুতে হবে। সম্ভব হলে জলে ৫০ পিপিএম ক্লোরিন ড্রপ মিশিয়ে কিছুক্ষণ সবজি ও ফল সেই জলে ডুবিয়ে রাখতে হবে। জীবাণুনাশক পদার্থ, ক্লিনিং ওয়াইপ বা কোনো রকম সাবান দিয়ে সবজি ও ফল ধোবেন না। তাতে ক্ষতি হতে পারে। সব থেকে ভালো সবজি ও ফল পরিস্কার ভাবে ধুয়ে শুকিয়ে তারপর ফ্রিজে রাখা যেতে পারে।

ফ্যাসির নির্দেশিকায় আরও রয়েছে বাজার থেকে এসেই বাড়িতে ঢুকে পড়বেন না। জুতো বাড়ির বাইরে রাখুন। হাত ধোয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত পরিস্কার করবেন। বাজারের পোষাকও বাড়ি ফিরেই ছেড়ে ফেলতে হবে। সাবান বা এ্যালকোহলযুক্ত সলিউশন ও জল দিয়ে জামাকাপড় জীবাণুমুক্ত করুন। মনে রাখবেন সামান্য অসাবধানতা বিপদ থেকে আনতে পারে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।