Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দামোদর নদে নৌকা থেকে সাইকেল সহ দুই যাত্রী জলে, সেতু নির্মাণের দাবি


 

দামোদর নদে নৌকা থেকে সাইকেল সহ দুই যাত্রী জলে, সেতু নির্মাণের দাবি


অতনু হাজরা, অমরপুর : কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে দামোদর নদ। বর্ষায় দামোদরে জল বেড়ে ওঠার সাথে সাথেই পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের সীমান্তবর্তী অমরপুরের কাঠের ব্রিজ খুলে ফেলা হয়। এখন পারাপারের একমাত্র ভরসা নৌকা। আজ দুপুরে পারাপারের সময় নৌকা থেকে দু'জন যাত্রী সাইকেল সহ নদীতে পড়ে যান । একজনের সাইকেলে ছিল চাল, অন্যজনের গ্যাস সিলিন্ডার। তড়িঘড়ি ওই দুই যাত্রী সহ সব কিছু উদ্ধার করা সম্ভব হলেও একজনের টাকা পয়সা,গ্যাসের বই ভেসে যায় ।

এখন প্রশ্ন উঠেছে- গাদাগাদি করে যাত্রী তোলা হয় কেন? নৌকায় যাত্রীদের জন্য লাইফ জ্যাকেটের ব্যাবস্থা করা উচিত। দুটো নৌকা থাকলেও একটি চালানো হয় কেন ? ঘাটৈ আলোর ব্যবস্থা থাকলেও সন্ধ্যের পর ঘাট অন্ধকারেই থাকে। অমরপুরের ঘাটে যথেষ্ট চাপ থাকে যাত্রীদের , এ বিষয়ে নজরদারির প্রয়োজন। সর্বোপরি, এখানে পাকা সেতু নির্মাণের ব্যাপারে ব্লক প্রশাসন উদ্যোগ নিলেও এখনও রাজ্যের অনুমোদন মেলেনি। আজকের ঘটনার পর স্থানীয় মানুষ ফের সেতু নির্মাণের দাবিতে সরব হয়েছেন।