Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

দামোদর নদে নৌকা থেকে সাইকেল সহ দুই যাত্রী জলে, সেতু নির্মাণের দাবি


 

দামোদর নদে নৌকা থেকে সাইকেল সহ দুই যাত্রী জলে, সেতু নির্মাণের দাবি


অতনু হাজরা, অমরপুর : কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে দামোদর নদ। বর্ষায় দামোদরে জল বেড়ে ওঠার সাথে সাথেই পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের সীমান্তবর্তী অমরপুরের কাঠের ব্রিজ খুলে ফেলা হয়। এখন পারাপারের একমাত্র ভরসা নৌকা। আজ দুপুরে পারাপারের সময় নৌকা থেকে দু'জন যাত্রী সাইকেল সহ নদীতে পড়ে যান । একজনের সাইকেলে ছিল চাল, অন্যজনের গ্যাস সিলিন্ডার। তড়িঘড়ি ওই দুই যাত্রী সহ সব কিছু উদ্ধার করা সম্ভব হলেও একজনের টাকা পয়সা,গ্যাসের বই ভেসে যায় ।

এখন প্রশ্ন উঠেছে- গাদাগাদি করে যাত্রী তোলা হয় কেন? নৌকায় যাত্রীদের জন্য লাইফ জ্যাকেটের ব্যাবস্থা করা উচিত। দুটো নৌকা থাকলেও একটি চালানো হয় কেন ? ঘাটৈ আলোর ব্যবস্থা থাকলেও সন্ধ্যের পর ঘাট অন্ধকারেই থাকে। অমরপুরের ঘাটে যথেষ্ট চাপ থাকে যাত্রীদের , এ বিষয়ে নজরদারির প্রয়োজন। সর্বোপরি, এখানে পাকা সেতু নির্মাণের ব্যাপারে ব্লক প্রশাসন উদ্যোগ নিলেও এখনও রাজ্যের অনুমোদন মেলেনি। আজকের ঘটনার পর স্থানীয় মানুষ ফের সেতু নির্মাণের দাবিতে সরব হয়েছেন।