চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

সরকারি নিয়ম মেনে মিড ডে মিলের সামগ্রী বিতরণ

 

সরকারি নিয়ম মেনে মিড ডে মিলের সামগ্রী বিতরণ


অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী আজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বিভিন্ন স্কুলে মিড ডে মিলের নানা সামগ্রী বিতরণ করা হলো। এবারে মিড ডে মিলে ছাত্র বা ছাত্রী প্রতি ২ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ছোলা ও একটি সাবান দেওয়া হয়। জামালপুরের দত্তপাড়া ভুবনেশ্বরী বিদ্যালযের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিকিরণ মুখার্জি, সেলিমাবাদ হাই স্কুলের প্রধান শিক্ষক ভোলানাথ কর্মকার, বেরুগ্রাম এ জি সি বি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র পাল, সাদিপুর ডি এস এস বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সৌমেন্দ্রনাথ পাল তাঁরা জানান সরকারি নিয়ম মেনেই তাঁরা আজ পঞ্চম শ্রেণীর মিড ডে মিলের চাল, আলু, ছোলা ও সাবান বিতরণ করেছেন। মিড ডে মিলের জিনিস শুধুমাত্র অভিভাবকদেরই দেওয়া হয়েছে।প্রত্যেক ক্ষেত্রেই তাদের মুখে মাস্ক, সামাজিক দূরত্ব ও হাত স্যানিটাইজ করেই তাদের মিড ডে মিলের সামগ্রী দেওয়া হয়।