Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা সচেতনতা শিবির ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক আলোচনা সভা



করোনা সচেতনতা শিবির ও বৃত্তিমূলক শিক্ষা
বিষয়ক আলোচনা সভা


ডেস্ক রিপোর্ট, কালনা : তৃণমূল বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক ও কর্মচারী সমিতির উদ্যোগে কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে একটি একদিনের করোনা সচেতনতা শিবির ও তার সাথে বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু, রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের রাজ্য কোর কমিটির নেতা পার্থ চ্যাটার্জী, তৃণমূল শিক্ষা সেলের সেন্ট্রাল কমিটির কনভেনার  জয়দেব গিরি, রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি তপন পোড়েল, কালনা মহকুমা হাসপাতালের সুপার ডাঃ কৃষ্ণ চন্দ্র বড়াই, শিক্ষারত্ন তাপস কুমার কার্ফা, কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমন্ত ঘোষ, বিনিময় ঘোষ সহ আরো অনেকে। গোটা পৃথিবী আজ করোনা অতিমারীর প্রকোপে মুহ্যমান। এই অবস্থায় শুধুমাত্র সচেতনতাই পারে এর থেকে গোটা পৃথিবীকে বাঁচাতে।সেই কারণেই করোনা পরিস্থিতিতে কি কি করণীয় আর কি নয় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাথে বৃত্তিমূলক শিক্ষা পরিকাঠামো, শিক্ষকদের বেতন ও মর্যাদা বৃদ্ধি সহ নানা আলোচনা করা হয়। বিভিন্ন জেলা থেকে প্রতিনিধি উপস্থিত ছিলেন। জয়দেব গিরি বলেন উপস্থিত ৯ টি জেলা থেকে ১ জন করে নিয়ে একটি এড হক রাজ্য কমিটি গঠন করা হয়েছে। তার মধ্যে তিন জন কনভেনর ও একজন রাজ্য কনভেনর করা হয়েছে। আগামী ১৫ ই আগস্টের মধ্যে অন্তত ৫ টি মিটিং হবে এবং ১৬ ই আগস্ট সি এম ও তে প্রোপোজাল জমা দেওয়া হবে বলে তিনি জানান।