Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা সচেতনতা শিবির ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক আলোচনা সভা



করোনা সচেতনতা শিবির ও বৃত্তিমূলক শিক্ষা
বিষয়ক আলোচনা সভা


ডেস্ক রিপোর্ট, কালনা : তৃণমূল বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক ও কর্মচারী সমিতির উদ্যোগে কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে একটি একদিনের করোনা সচেতনতা শিবির ও তার সাথে বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু, রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের রাজ্য কোর কমিটির নেতা পার্থ চ্যাটার্জী, তৃণমূল শিক্ষা সেলের সেন্ট্রাল কমিটির কনভেনার  জয়দেব গিরি, রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি তপন পোড়েল, কালনা মহকুমা হাসপাতালের সুপার ডাঃ কৃষ্ণ চন্দ্র বড়াই, শিক্ষারত্ন তাপস কুমার কার্ফা, কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমন্ত ঘোষ, বিনিময় ঘোষ সহ আরো অনেকে। গোটা পৃথিবী আজ করোনা অতিমারীর প্রকোপে মুহ্যমান। এই অবস্থায় শুধুমাত্র সচেতনতাই পারে এর থেকে গোটা পৃথিবীকে বাঁচাতে।সেই কারণেই করোনা পরিস্থিতিতে কি কি করণীয় আর কি নয় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাথে বৃত্তিমূলক শিক্ষা পরিকাঠামো, শিক্ষকদের বেতন ও মর্যাদা বৃদ্ধি সহ নানা আলোচনা করা হয়। বিভিন্ন জেলা থেকে প্রতিনিধি উপস্থিত ছিলেন। জয়দেব গিরি বলেন উপস্থিত ৯ টি জেলা থেকে ১ জন করে নিয়ে একটি এড হক রাজ্য কমিটি গঠন করা হয়েছে। তার মধ্যে তিন জন কনভেনর ও একজন রাজ্য কনভেনর করা হয়েছে। আগামী ১৫ ই আগস্টের মধ্যে অন্তত ৫ টি মিটিং হবে এবং ১৬ ই আগস্ট সি এম ও তে প্রোপোজাল জমা দেওয়া হবে বলে তিনি জানান।